গত সেপ্টেম্বর মাস থেকে জি বাংলায় শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক 'উমা'(Uma)। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কঠোর পরিশ্রম ও স্বপ্ন দেখাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ধারাবাহিকের গল্প।
শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকায় প্রথম তিনে পৌঁছেছে এই মেগা। গত সপ্তাহের রেটিং চার্টও ৮.১ স্কোর করে তৃতীয় স্থানে ছিল 'উমা'।
ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। দিদির বিয়ে বাঁচাতে আবার ব্যাট হাতে তুলল উমা। লুকিয়ে আলিয়ার হয়ে খেলবে কিন্তু শেষ রক্ষা হবে কি?
আলিয়া উমাকে টাকা দেয়, আর জোর করে ওর সঙ্গে মাঠে নিয়ে যাবে ক্রিকেট খেলতে। এদিকে দিদির বিয়ে বাঁচাতে টাকা লাগবে উমার। এজন্য রাজি হয়ে যায় সে।
কিন্তু অভি জানতে পেরে যায় যে, আলিয়ার জায়গায় অন্য কেউ খেলছে। জানাজানি হয়ে গেলে উমার চাকরি যেতে পারে। কী হবে উমার?
গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে ক্রিকেটের স্বপ্ন দেখা একটি মেয়ের স্বপ্নকে ঘিরেই রয়েছে 'উমা-র' গল্প। কর্তব্য ও দায়বদ্ধতার চাপে আবেগ ও প্যাশন অনেক ক্ষেত্রে প্রশ্নচিহ্নের মুখে পড়ে। উপযুক্ত সুযোগ পেলে তবেই তা সামনে উঠে আসে।
বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয়েছে উমাকে। মায়ের মুখে হাসি ফোটানোই এখন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তার জন্য নিজের ভালোবাসার ক্রিকেট ত্যাগ করতে হলেও মেনে নিয়েছে সে।