Adrit- Kaushambi Anniversary: বিয়ের প্রথম বছর পার, বিবাহবার্ষিকীতে স্ত্রী কৌশাম্বীর জন্য আদুরে পোস্ট আদৃতর

Tollywood Couple:

Advertisement
বিয়ের প্রথম বছর পার, বিবাহবার্ষিকীতে স্ত্রী কৌশাম্বীর জন্য আদুরে পোস্ট আদৃতর   কৌশাম্বী- আদৃত (ছবি: ফেসবুক)

গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছিলেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। গাঁটছড়া বেঁধেছিলেন জুটি। কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন তাঁরা। উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন এই তারকা জুটি। অনুগামীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের। শুক্রবার বিয়ের এক বছর পার হল। বিশেষ দিনে স্ত্রীর উদ্দেশ্যে বিশেষ পোস্ট করলেন আদৃত। 

দু'জনের একটি ছবি শেয়ার করে আদৃত লিখেছেন, "বিয়ের এক বছরের পূর্তির শুভেচ্ছা ব্রো...।" এই পোস্টেই জুটিকে শুভেচ্ছা- ভালোবাসায় ভরিয়েছেন অনুগামীরা। যদিও এখনও পর্যন্ত কৌশাম্বী কোনও পোস্ট করেননি। অনুগামীরা অপেক্ষায় রয়েছেন, কী পোস্ট করেন তিনি। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই খুনসুটি করেন আদৃত- কৌশাম্বী। 

 

'মিঠাই' ধারাবাহিক চলাকালীন প্রথম শোনা যায় আদৃত- কৌশাম্বীর সম্পর্কের কথা। যদিও সেসময় দু'জনে সরাসরি স্বীকার না করলেও, টেলিপাড়ায় প্রায়  'ওপেন সিক্রেট' ছিল কৌশাম্বী- আদৃতর প্রেমের কথা। জল্পনা উস্কে বার্থডে বয়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন তাঁর পর্দার 'দিদিয়া'। মধ্য রাতে তাঁর জন্য বিশেষ আয়োজন করেছিলেন কৌশাম্বী। ছবিতে দেখা যায়, আদৃতর একদিকে মা এবং অন্য দিকে কৌশাম্বীকে। 

এরপর দীর্ঘ জল্পনার অবসান হয়ে গত বছর ৯ মে সাত পাকে বাঁধা পড়েন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর। সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে রয়েছে সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ, গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে বর আদৃত পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি। বিয়ে- রিসেপশন দু'দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন 'মিঠাই' ও 'ফুলকি' ধারাবাহিকের সদস্যরা। 

 

Advertisement

POST A COMMENT
Advertisement