Annwesha Hazra Hospitalised: একই সঙ্গে দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অন্বেষা! এখন কেমন আছেন?

Annwesha Hazra Health Update: 'আনন্দী' ধারাবাহিকে অভিনয় করে সকলের মনের কাছে ফের একবার পৌঁছেছেন অন্বেষা হাজরা। তবে গত কয়েকদিন ধরে মেগাতে দেখা নেই আনন্দীর। হঠাৎ কী হল তাঁর? এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দর্শকের। এবার অবশেষে জানা গেল  নেপথ্য কারণ।

Advertisement
একই সঙ্গে দুই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অন্বেষা! এখন কেমন আছেন? অন্বেষা হাজরা (ছবি: ফেসবুক)

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অন্বেষা হাজরা। বর্তমান 'আনন্দী' ধারাবাহিকে অভিনয় করে সকলের মনের কাছে ফের একবার পৌঁছেছেন অভিনেত্রী। তবে গত কয়েকদিন ধরে মেগাতে দেখা নেই আনন্দীর। হঠাৎ কী হল তাঁর? এই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দর্শকের। এবার অবশেষে জানা গেল  নেপথ্য কারণ। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্বেষা। 

একই সঙ্গে ডেঙ্গি ও টাইফয়েডে আক্রান্ত অন্বেষা। সোশ্যাল পেজে একটি ছবি শেয়ার করে নিজের অসুস্থতার কথা জানান টেলি অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর হাতে স্যালাইনের চ্যানেল। ক্যাপশনে অন্বেষা লিখেছেন, "ডেঙ্গি এবং টাইফয়েডের কারণে আমি নার্সিং হোমে ভর্তি আছি, শেষ ১১ নভেম্বর শ্যুটিং করেছিলাম, তা-ও জ্বর গায়ে। অ্যান্টিবায়োটিক চলার পরেও টেম্পারেচার না কমার কারণে আমি ভর্তি হই।" 

অভিনেত্রী আরও জানান, তিনি এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। অন্বেষা লেখেন, "এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো।" নায়িকার এই পোস্ট দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আবার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনদের অধিকাংশই। বহু তারকা তাঁকে বেশ কিছু টিপস দিয়েছেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠার। যদিও তাঁর শারীরিক স্থিতি অনেকটা ভাল তাই, এই খবর অনেকটা স্বস্তির সকলের কাছে।  

 

প্রসঙ্গত, জি বাংলার ধারাবাহিক 'আমাদের এই পথ যদি না শেষ হয়'-র মাধ্যমে ছোট পর্দায় পরিচিতি পান অন্বেষা। এরপর 'আনন্দী'-তে অভিনয় করে ফের সকলের মন জয় করছেন তিনি। অভিনেত্রীকে ছাড়াই আপাতত গল্প এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই মেগার। দ্রুত বড়পর্দাতেও দেখা যাবে তাঁকে। মানসী সিনহার ছবি '৫ নম্বর স্বপ্নময় লেন'-এ থাকছেন অভিনেত্রী। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement