Aparajita Ghosh Das: ৪ বছর পর ছোট পর্দায় কামব্যাক 'হিয়া'- অপরাজিতার?

Aparajita Ghosh Das: টেলিপাড়া সূত্রে নতুন খবর, এই ধারাবাহিকে নাকি দ্বিতীয় লিড হিসাবে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে। এক সময় স্টার জলসার 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে হিয়া চরিত্রে সকলের মন জয় করেছিলেন অপরাজিতা।

Advertisement
৪ বছর পর ছোট পর্দায় কামব্যাক 'হিয়া'- অপরাজিতার? অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস

২০২২ সালে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক (New Serial)। সেই তালিকায় যোগ হতে চলেছে স্টার জলসার আরও এক নতুন মেগা। শোনা যাচ্ছে সেই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে 'মোহর' খ্যাত সোনামণি সাহা (Sonamoni Saha) এবং 'শ্রীময়ী'-র ডিঙ্কা সপ্তর্ষি বিশ্বাস (Saptarshi Biswas)। যদিও এই খবর এতদিনে কানে এসেছে অনেকেরই। তবে টেলিপাড়া সূত্রে নতুন খবর, এই ধারাবাহিকে নাকি দ্বিতীয় লিড হিসাবে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে (Aparajita Ghosh Das)। 

এক সময় স্টার জলসার 'এখানে আকাশ নীল' (Ekhane Akash Nil) ধারাবাহিকে হিয়া চরিত্রে সকলের মন জয় করেছিলেন অপরাজিতা। শুধু তাই না, আরও একাধিক মেগায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করেছেন তিনি। চার বছর পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন অপরাজিতা।

আরও পড়ুন: পল্লবীর ঘটনার পুনরাবৃত্তি? ফের উদ্ধার মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ

নতুন এই ধারাবাহিকের গল্প লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লিখছেন বলেই খবর। ধারাবাহিকের নাম কিংবা সম্প্রচারের সময়, ইত্যাদি বিষয় এখনও কোনও তথ্য মেলেনি চ্যানেলের তরফে। 

আরও পড়ুন: সৃজিতের ছবিতে দেখা যাবে মিথিলাকে? যা বললেন পরিচালক...

প্রসঙ্গত, এর আগে 'একদিন প্রতিদিন', 'বিজয়িনী', 'কোজাগরী', 'কুসুম দোলা'-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন ঋত্বিক পত্নী অপরাজিতা। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে 'ইতি শ্রীকান্ত', 'চলো লেটস গো', 'বাকিটা ব্যাক্তিগত', 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'-র মতো একাধিক ছবি।

POST A COMMENT
Advertisement