Mirchi Music Awards: বাপ্পিকে ট্রিবিউট নাতি স্বস্তিকের, মঞ্চেই অঝোরে কাঁদলেন রিমা

Mirchi Music Awards 2022 এর একটি নতুন ভিডিও সামনে এসেছে। বাপ্পি লাহিড়ীর নাতি স্বস্তিক বনসল (Swastik Bansal) এবং মেয়ে রিমা লাহিড়ীকে (Rema Lahiri) দেখা যাবে এই ভিডিওতে। এই অ্যাওয়ার্ড শোতে স্বস্তিক তার দাদু বাপ্পি লাহিড়ীকে গান গেয়ে ট্রিবিউট দেয়। শোটির প্রোমো ভিডিওতে, স্বস্তিককে বাপ্পি দা-র সুর করা 'কভি আলবিদা না কেহনা' গানটি গাইতে দেখা যায়।

Advertisement
Mirchi Music Awards: বাপ্পিকে ট্রিবিউট নাতি স্বস্তিকের, মঞ্চেই অঝোরে কাঁদলেন রিমাবাপ্পিকে ট্রিবিউট নাতি স্বস্তিকের, মঞ্চেই অঝোরে কাঁদলেন রিমা

Mirchi Music Awards: বলিউডের মহান গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) আর এই পৃথিবীতে নেই। বাপ্পি দা অসুস্থতার কারণে গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হন। তাঁর পরিবার এবং ভক্তরা তাঁকে এখনও অনেক মনে করেন। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর তার মেয়ে রীমা লাহিড়ী একেবারে ভেঙে পড়েছিলেন। বাপ্পী দা-র মাংসাশীর পেছনে হাঁটতে গিয়ে রীমাকে কাঁদতে দেখা গেছে। এখন আবার বাবার কথা মনে পড়ে গেল রীমার।


বাপ্পি দাকে স্বস্তিকের শ্রদ্ধাঞ্জলি

Mirchi Music Awards 2022 এর একটি নতুন ভিডিও সামনে এসেছে। বাপ্পি লাহিড়ীর নাতি স্বস্তিক বনসল (Swastik Bansal) এবং মেয়ে রিমা লাহিড়ীকে (Rema Lahiri) দেখা যাবে এই ভিডিওতে। এই অ্যাওয়ার্ড শোতে স্বস্তিক তার দাদু বাপ্পি লাহিড়ীকে গান গেয়ে ট্রিবিউট দেয়। শোটির প্রোমো ভিডিওতে, স্বস্তিককে বাপ্পি দা-র সুর করা 'কভি আলবিদা না কেহনা' গানটি গাইতে দেখা যায়।


বাবার কথা মনে করে চোখে জল রিমার

গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে স্বস্তিক। মঞ্চেই চোখ ভিজে যায় রিমা লাহিড়ীর। এমতাবস্থায় তাঁর সঙ্গে দাঁড়িয়ে গায়ক সোনু নিগমকে দুজনকেই সামলাতে দেখা যায়। 'কভি আলবিদা না কেহনা' গানটির কথা বলতে গেলে, এটি বাপ্পি লাহিড়ীর সুর করা একটি সুপারহিট গান। গানটি ১৯৭৬ সালের চলতে চলতে চলচ্চিত্রের জন্য কিংবদন্তি গায়ক কিশোর কুমার গেয়েছিলেন।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)


বাপ্পি দাকে শেষ দেখা গিয়েছিল বিগ বস-এ

বাপ্পি লাহিড়ীকে শেষবার ছোট পর্দায় দেখা গিয়েছিল তার নাতি স্বস্তিক বনসলের সঙ্গে। দু'জনেই বিগ বস 15-এর মঞ্চে স্বস্তিকের গান বাচ্চা পার্টির প্রচার করতে গিয়েছিলেন। বুকে সংক্রমণের কারণে মারা গেছেন বাপ্পি লাহিড়ী। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসা শেষে বাপ্পি দাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে সে দিন রাতেই তিনি মারা যান। বাপ্পি দা চলে যাওয়ার পর তাঁর পরিবার থেকে সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement


এদিন অ্যাওয়ার্ড শো দেখা যাবে

মিরচি মিউজিক অ্যাওয়ার্ডস 2022 সম্পর্কে কথা বললে, এটি 27 মার্চ টিভিতে প্রচারিত হবে। এই অ্যাওয়ার্ড শোতে, মজা এবং কৌতুকের পাশাপাশি অনেক গায়কের দুর্দান্ত পারফরম্যান্স দেখা যাবে। একইসঙ্গে, বাপ্পি লাহিড়ী এবং লতা মঙ্গেশকরের মতো সেরা শিল্পীদেরও শ্রদ্ধা জানাতে চলেছেন গায়করা। লতা মঙ্গেশকর মারা যান ৬ ফেব্রুয়ারি।

 

POST A COMMENT
Advertisement