Bengali Serial Superhit Couple: হিট 'অনুবন্তী' জুটি! এবার প্রেমের ইস্তাহার লাজু ও অনুভবের?

Bengali Serial Updates: রেটিং চার্টে বিরাট প্রভাব না ফেলতে পারলেও, বহু সপ্তাহেই প্রথম দশের মধ্যেই থাকে 'কনে দেখা আলো'। এমনকী, এই ধারাবাহিক বেশ চর্চিত।

Advertisement
হিট 'অনুবন্তী' জুটি! এবার প্রেমের ইস্তাহার লাজু ও অনুভবের? সাইনা ও সোমরাজ

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। গত অগাস্টের শেষে সে তালিকায় নাম জুড়েছে জি বাংলার 'কনে দেখা আলো'-র। বউ বদলের গল্প ফুটে উঠেছে ছোট পর্দায়। প্রথম প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল, উৎসাহ দেখা যায় দর্শকের মধ্যে। সে প্রমাণ মেলে সোশ্যাল পেজে চোখ রাখলেই। 

রেটিং চার্টে বিরাট প্রভাব না ফেলতে পারলেও, বহু সপ্তাহেই প্রথম দশের মধ্যেই থাকে 'কনে দেখা আলো'। এমনকী, এই ধারাবাহিক বেশ চর্চিত। বউ বদল, বদলে যাওয়া বউদের ভুল শ্বশুরবাড়িতে থাকা, দুই দম্পতির দেখা হওয়া এসব মিটেছে। তবে এবার দর্শক টানতে ধারাবাহিকে আসতে চলেছে বড় ট্যুইস্ট। 'কনে দেখা আলো'-তে লাজু ও অনুভবের জুটির দারুণ পছন্দ করছে দর্শক। এমনকী, রীতি মেনে ভালোবেসে, অনুগামীরা এই জুটির নাম রেখেছে 'অনুবন্তী'। 

আরও পড়ুন: নতুন মেগার জন্য এবার কোপ পড়ছে 'জগদ্ধাত্রী'-র উপর! কবে শেষদিনের শ্যুটিং?

পর্দায় লাজুর সঙ্গে তার আসল বরের থেকে 'মিছিমিছি' বরের রসায়ন বেশি পছন্দ করছে দর্শক। আর সেই মতোই এগোচ্ছে ধারাবাহিকের গল্প। বনলতা নয়, লাজুর প্রতি বিশেষ অনুভূতি তৈরি হয়েছে অনুভবের। যদিও লাজু এখনও জানে না অনুভূতি সম্পর্কে। এদিকে 'কনে দেখা আলো'-র নতুন প্রোমো দেখে দারুণ খুশি দর্শক। যেখানে দেখা যাচ্ছে, ছাদে জামা-কাপড় মেলছে লাজু। সেখানে হাজির অনুভব। লাজু তাকে জানায়, বনলতা এত কিছু করছে বলে, ভাল লাগছে না তার। অনুভব লাজুকে বলে, এটাই ভালোবাসা। 

এবার কি নতুন মোড় নেবে 'অনুবন্তী'-র ভালোবাসা? তাহলে কি হবে বনলতা ও সুদেবের? অনুভবের পরিবারের সদস্যরাও কি মেনে নেবে এই নতুন সম্পর্ক? বলাই বাহুল্য, একেবারে নতুন দিকেোতে চলেছে এই মেগার গল্প। এবার দেখার, আর কী কী চমক অপেক্ষা করছে দর্শক তথা-'কনে দেখা আলো'-র অনুগামীদের।

Advertisement

 

 

আরও পড়ুন: দুর্নিবারের প্রাক্তনকে বিয়ে করলেন মোহরের প্রাক্তন! ঠিক যেন সিনেমার গল্প...

প্রসঙ্গত, নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত ও মৈনাক ঢোল। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার আরও একঝাঁক পরিচিত মুখ। এই মেগার মাধ্যমেই প্রথমবার মুখ্য চরিত্রে পা রাখলেন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা। প্রথমবার মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেলেন মৈনাক। এদিকে প্রায় আট বছর পরে, জি-এর ঘরে ফিরলেন সোমরাজ। 

 

POST A COMMENT
Advertisement