Big Boss Famed Abdu Rozik Arrested: আপনি যদি বিগ বস ১৬ দেখে থাকেন, তাহলে আব্দু রজিকের নাম শুনলেই মুখে হেসে উঠবেন। সেই ছোটখাটো গায়ক, যিনি “ছোটা ভাইজান” বলে সালমান খানের মন জয় করেছিলেন, এবার তাকে ঘিরে সামনে এল বড় বিতর্ক! দুবাই এয়ারপোর্ট থেকে তাঁকে আটক করেছে পুলিশ। অভিযোগ—চুরি করেছেন। কিন্তু কী চুরি? সেটা এখনও পরিস্কার নয়। ঘটনাটি সামনে আসতেই ইন্টারনেটে হইচই পড়ে গেছে।
আব্দুর আটকের ঘটনায় চাঞ্চল্য
শনিবার সন্ধ্যায় প্রায় ৫টার সময় মোন্টিনেগ্রো থেকে দুবাই ফেরার পথে আবদুকে দুবাই এয়ারপোর্টে আটক করে পুলিশ। তাঁর ম্যানেজমেন্ট টিম বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় মিডিয়া হাউজ ‘খালিজ টাইমস’-এর কাছে। তবে কী চুরি হয়েছে বা কার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা। তারা শুধু জানিয়েছে, “হ্যাঁ, আব্দু রজিক বর্তমানে পুলিশের হেফাজতে আছেন, একটি চুরির মামলায়।”
কে এই আব্দু রোজিক?
তাজিকিস্তানে জন্ম নেওয়া এই ২১ বছরের ছেলেটির জীবনটা সহজ ছিল না। ছোটবেলায় একটা রোগে আক্রান্ত হয়ে তাঁর উচ্চতা বাড়েনি। পরিবারকে সামলাতে খুব অল্প বয়সেই রাস্তায় গান গেয়ে জীবিকা শুরু করেন তিনি। এরপর একদিন সোশ্যাল মিডিয়ায় একটি “বুর্গির” ভিডিওর মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান।
আজ আব্দু দুবাইয়ে কোটিপতি, বড় বড় তারকাদের বন্ধু। সালমান খানের সঙ্গেও তাঁর দারুণ সম্পর্ক, যা আমরা বহুবার টিভি ও ইভেন্টে দেখেছি।
বিগ বসের কিউট তারকা
ভারতের ‘বিগ বস ১৬’-এ এসে তিনি দেশের হৃদয় জিতে নেন। তাঁর মিষ্টি ব্যবহার, মজার ভিডিও, আর সলমানের সঙ্গে দারুণ কেমিস্ট্রি তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে তোলে। শুধু তাই নয়, তিনি “ছোটা ভাইজান” নামে সলমানের উপর একটা গানও বানান, যা বলিউড ভাইজানকেও মুগ্ধ করে। এরপর “খতড়ো কে খিলাড়ি” ও “লাফটার শেফ” এর মত শোতেও তাঁকে দেখা গিয়েছে।
এমন অভিযোগ বিশ্বাসযোগ্য?
আসলে আব্দুর মতো একজন কিউট, পজিটিভ, এবং মাটির মানুষকে চুরির অভিযোগে আটক—এই খবর মেনে নিতে কষ্ট হচ্ছে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে “অবিশ্বাস্য”, কেউ বা বলছে “নিশ্চয় ভুল বোঝাবুঝি”। আমরা তো জানি, আব্দু সবসময় হাসিমুখে থেকেছে, তার লাইভ ভিডিও, তার ভাঙা হিন্দি। সবই আমাদের মন জয় করেছে। এই ছেলেটা চুরি করতে পারে, এটা ভাবতেই গা শিউরে ওঠে।