
তিনি টলিউডের অন্যতম সুপারস্টার। সেই সঙ্গে এই মুহূর্তের প্রথম সারির প্রযোজকদের মধ্যে একজন। আবার পশ্চিমবঙ্গের ঘটালের সাংসদ। তবুও তাঁকে 'মাটির মানুষ' বলেই আখ্যা দেন অনুগামী থেকে টলিপাড়ার অন্যান্য তারকারা। কাজের ব্যাপারে কোনও আপস করতে নারাজ তিনি। তবে পরিবারের জন্যেও ব্যস্ততার মধ্যেও সময় বের করেন। ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন।
টলিউড ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জার্নিটা সহজ ছিল না। প্রত্যাখ্যান পেয়েছেন বহুবার। কটূক্তিও কম শুনতে হয়নি। এমনকী প্রশ্ন উঠেছে তাঁর কথা বলার ভঙ্গী, উচ্চারণ, অভিনয় দক্ষতা নিয়েও। তবু হার মানেননি। উল্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের দিকেই। আজ সেই নিন্দুকদের অনেকের মুখে শোনা যায়, 'শিরায় শিরায় রক্ত, দেবদা'র ভক্ত'। কথা হচ্ছে দেবকে (Dev) নিয়ে। এই মুহূর্তে তিনি টলিউডের মেগাস্টার।
আরও পড়ুন: বলিউড তারকাদের সঙ্গে মনীশের দিওয়ালি পার্টিতে সৌরসেনী, PHOTOS
সময়টা দারুণ যাচ্ছে দেবের। একের পর এক ছবি বক্স অফিসে বিপুল সাফল্য আসছে। দেবের 'খাদান' বিপুল লক্ষ্মীলাভ করেছে। সাফল্য পেয়ে 'রঘু ডাকাত'-র ক্ষেত্রেও কিছুটা একই রকম প্রচার কৌশল অবলম্বন করেছিলেন। দুই ছবিরই বেঙ্গল ট্যুর হয়। একবারে গ্রাউন্ড লেভেল মার্কেটে স্ট্র্যাটেজি নিয়েছিলেন। টিম নিয়ে টলিউডেত 'রাজার রাজা' পৌঁছেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে। এবারের দুর্গাপুজোয় চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল। যার মধ্যে সবচেয়ে এগিয়ে 'রঘু ডাকাত'। জেনে নিন স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'খাদান'-র বক্স অফিস কালেকশন থেকে এখনও কতটা পিছিয়ে রয়েছে 'রঘু ডাকাত'।
ছবি: খাদান
* প্রযোজনা সংস্থা: দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস
* অভিনয়ে: দেব, যিশু সেনগুপ্ত, ইধিকা পাল
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৯.২৩ কোটি
* ভারতে নেট কালেকশন- ৮.২৪ কোটি
আরও পড়ুন: 'দুধেল শরীর...' তামান্নাকে নিয়ে অন্নু কাপূরের মন্তব্য VIRAL, তোলপাড় ইন্টারনেটে
ছবি: রঘু ডাকাত
* প্রযোজনা সংস্থা: এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স
* পরিচালক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
* অভিনয়ে: দেব, ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, রূপা গঙ্গোপাধ্যায়
বক্স অফিস কালেকশন
* বিশ্বব্যাপী নেট কালেকশন- ৭.৮৪ কোটি
* ভারতে নেট কালেকশন- ৬.৮ কোটি