New Bangla Serial: কৃষ্ণ ভক্ত বিনু কীভাবে কালীর পুজো করবেন? এবার নতুন মেগাতে জুটিতে সুদীপ্তা- রাহুল

Bengali Television News: পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে।

Advertisement
কৃষ্ণ ভক্ত বিনু কীভাবে কালীর পুজো করবেন? এবার নতুন মেগাতে জুটিতে সুদীপ্তা- রাহুলকৃষ ও বিনুর লুকে রাহুল- সুদীপ্তা( ছবি: সংগৃহীত)

চলতি বছরের প্রথম থেকেই শুরু হয়েছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোরদার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'বৃন্দাবন বিলাসিনী'-র নাম। আসছে এই নতুন মেগা। মুখ্য চরিত্রে রয়েছেন সুদীপ্তা রায় ও রাহুল গঙ্গোপাধ্যায়।  

গল্পের প্রেক্ষাপট গ্রাম। দরিদ্র পরিবারের মেয়ে বিনু কৃষ্ণ প্রেমী। শ্রীকৃষ্ণের জন্য কীর্তন গাইতে ভালোবাসে সে।  তাঁর লক্ষ্য, বিশ্বের দরবারে আধুনিক সঙ্গীতের মাঝে কৃষ্ণ ভজনের শক্তি ও সৌন্দর্য মানুষকে জানানো। অন্যদিকে, কৃষ বিত্তশালী পরিবারের ছেলে। ওষুধ নিয়ে গবেষণা করা একজন বিজ্ঞানী। আধুনিক মনস্কের কৃষের ঈশ্বরের উপর কোনও বিশ্বাস নেই। কিন্তু ভাগ্যের চক্রে বিয়ে হয় দু'জনের। 

বিয়ের পরে বিনুর এমন একটি পরিবারে এসে পৌঁছায়, যেখানে কৃষ্ণের উপাসনা নিষিদ্ধ। নতুন লড়াই শুরু হয় বিনুর জীবনে। এমন একটি বাড়িতে থাকতে হয় যেখানে সে কীর্তন গাইতে পারে না, কৃষ্ণের উপাসনা করতে পারে না। পরিবর্তে, সাত্ত্বিক পরিবারে 'শাক্ত' বিশ্বাসের দেবী কালীর পুজো করা হয়। সে কি এই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে? বিনু কি তাঁর বিয়ে বাঁচাতে সফল হবে? তারা কি একে অপরের প্রেমে পড়বে? সে কীভাবে দুটি ধর্মীয় বিশ্বাসের মধ্যে মোকাবেলা করবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই, সান বাংলায়। 

 

sudipta roy Serial

সুদীপ্তা জানালেন, "আমার চরিত্রের নাম বিনু। সে একজন কীর্তনীয়া এবং খুব মিষ্টি ও সাধারণ একটি মেয়ে। একটা ছোট্ট গ্রামে থাকে, খুব গরীব ঘরের মেয়ে। বিনুর জীবনের একমাত্র ভালোবাসা ভগবান কৃষ্ণ এবং কৃষ্ণ গান। বিনুর আসল লড়াই শুরু হয় কৃষের সঙ্গে বিয়ের পর। দুই পরিবারের সংস্কৃতি, স্ট্যাটাসে অনেকটা ফারাক। দু'জনের দেখা হলে ঠিক কী হবে, কীভাবে এক ছাদের তলায় থাকবে সেটাই দেখানো হবে গল্পে।" 

রাহুল বললেন, "এই ধারাবাহিকের কনসেপ্ট খুব ভাল এবং আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জিং। গল্পে অনেক ট্যুইস্ট আছে। অনেক যত্ন করে আমরা সব কটা চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব। আশা ক্রি দর্শকদের খুব ভাল একটা কাজ উপহার দিতে পারব।" 

Advertisement

BRINDABAN BILASHINI

প্রসঙ্গত, 'ডান্স বাংলা ডান্স জুনিয়র' থেকে উঠে আসে সুদীপ্তা। এরপর 'আদরিনী', 'চোখের বালি', 'ক্ষীরের পুতুল', 'ফেরারী মন'-র মতো একাধিক মেগাতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন সুদীপ্তা। অন্যদিকে, রাহুল পরিচিতি পেয়েছে 'গীতা এলএলবি' থেকে। এই ধারাবাহিকে তাঁকে ধূসর চরিত্রে দেখেছেন দর্শক। এছাড়াও 'ইন্দ্রাণী' মেগাতে কাজ করেছেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement