Dance Bangla Dance Episode: মিঠুন -যিশু সহ একগুচ্ছ চমক নিয়ে আসছে 'ডান্স বাংলা ডান্স'! কবে- কখন দেখা যাবে?

Dance Bangla Dance Season 13: নাচের এই রিয়্যালিটি শো ঘিরে দর্শকদের কৌতূহল ও উৎসাহ দুটোই চোখে পড়ার মতো থাকে প্রতি সিজনে।'ডিবিডি'-তে মহাগুরু আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে থেকে দেখা যাবে 'ডিবিডি'।

Advertisement
মিঠুন -যিশু সহ একগুচ্ছ চমক নিয়ে আসছে 'ডান্স বাংলা ডান্স'! কবে- কখন দেখা যাবে?

রবিবার শেষ হয়েছে গানের রিয়্যালিটি শো 'সারেগামাপা'। আগের বারোটি সিজনের সাফল্যের পর, আসছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) সিজন ১৩। এই সুখবর আগেই পেয়েছেন বাংলার ছোট পর্দার দর্শক তথা নৃত্যপ্রেমীরা। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলছিল অডিশন।

নাচের এই রিয়্যালিটি শো ঘিরে দর্শকদের কৌতূহল ও উৎসাহ দুটোই চোখে পড়ার মতো থাকে প্রতি সিজনে।'ডিবিডি'-তে মহাগুরু আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে থেকে দেখা যাবে 'ডিবিডি'। অবশেষে সামনে এল দিনক্ষণ। 

গত মঙ্গলবার থেকে শ্যুটিং শুরু হয়েছে। ৮ মার্চ থেকে  প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ন'টায় দেখা যাবে 'ডান্স বাংলা ডান্স'। বিচারকের আসনে এবারও দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সেই সঙ্গে এবার জুড়ছে নতুন নাম। যিশু সেনগুপ্তও এবার নাচের নন- ফিকশন শোয়ের বিচারক। টলিপাড়ার খবর, বিচারক রূপে নাকি এবার কৌশানী মুখোপাধ্যায়কেও দেখা যাবে। সেই সঙ্গে এবারও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অঙ্কুশ হাজরা। 

 

 

প্রতিবারের মতো এবারও 'ডান্স বাংলা ডান্স' পরিচালনা করবেন অভিজিৎ সেন।  ভারতীয় ধ্রুপদী থেকে বলিউড, কিংবা হিপহপের মতো বিভিন্ন ঘরানার নাচের মাধ্যমে হবে হাড্ডাহাড্ডি লড়াই। আশা করা যায়, অন্যান্য সিজনের মতো এবারও বাংলার সেরার সেরা নৃত্যশিল্পীরা সুযোগ পাবেন তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার। তবে এবার শোয়ের ফরম্যাট একই থাকবে নাকি কিছুটা পাল্টাবে তা এখনও জানা যায়নি।   

প্রসঙ্গত, গত সিজনে বিচারক আসনে বসেছিলেন অভিনেত্রী মৌনী রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার তাঁদের দেখা যাবে। 'ডিবিডি'-র সিজন ১২ তে ছোটদের মধ্যে থেকে তিন জন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়, এবং বড়দের মধ্যে এককভাবে জয়ী হন দিশা মণ্ডল।  

Advertisement

 

POST A COMMENT
Advertisement