মীর, রচনা এক যুগের বেশি সময় ধরে ছোটপর্দার দর্শকদের প্রিয় গেম শো 'দিদি নম্বর ১'। এত দীর্ঘ সময় ধরে চললেও, দর্শক মনে একটুও ফিকে হয়নি জি বাংলার এই নন -ফিকশন শো। সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন পর্বে তারকারা এসে নজর কাড়েন সকলের। নাচ -গান -আড্ডা -হুল্লোড়ে একদিকে যেমন জমজমাট পর্বের সাক্ষী থাকেন দর্শক, সেরকম রাজ্যের বিভিন্ন প্রান্তের দিদিরা শেয়ার করেন, তাদের জীবনযুদ্ধ ও সাফল্যের জার্নি। অন্যান্য সিজনের মতোই এবারও হিট শোয়ের সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। প্রায়শই 'দিদি নম্বর ১' -এ থাকে নানা রকম চমক। এবার আরও এক চমক পেতে চলেছেন দর্শক। রচনার জায়গায় সঞ্চালিক রূপে দেখা যাবে মীর আফসার আলিকে।
অতিমধ্যেই যারা চ্যানেলে প্রোমো দেখে ফেলেছেন, তারা জানেন। এবার 'দিদি নম্বর ১' সঞ্চালনার দায়িত্বভার সামলাবেন মীর। তাহলে কি দীর্ঘদিনের জল্পনাই সত্যি হল? রাজনৈতিক কেরিয়ারের জন্যই এই শো ছাড়লেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় 'দিদি'? আসলে ভয়ের কিছু নেই। এই শোয়ের মাত্র তিনটি পর্ব সঞ্চালনা করবেন মীর। ১৪ নভেম্বর থেকে নতুন রূপে দেখা যাবে মীরকে। এরপর নিজের জায়গায় ফিরবেন রচনা।
আরও পড়ুন: 'বিদ্যা ব্যানার্জি'-র আগমনে ৪ মাসেই কোপ 'রাণী ভবানী'-র উপর? বাংলা মেগার বড় আপডেট
চ্যানেলে প্রোমোর কমেন্ট বক্সে দর্শক- নেটিজেনদের বেশিরভাগই লিখেছেন, "রচনাকে ছাড়া 'দিদি নম্বর ১' অসম্পূর্ণ।" কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? দিনদিন তলানিতে চলে যাওয়া টিআরপি-ই কি কারণ? স্টুডিওপাড়ার সূত্র বলছে, এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। রচনা বন্দোপাধ্যায় বিদেশে ঘুরতে গিয়েছিলেন বেশ কিছুদিনের ছুটি নিয়ে। যেহেতু টেলিভিশনৎ বেশিদিনের শ্যুটিং ব্যাঙ্কিং থাকে না, এজন্যে সমস্যায় পড়েছিলেন নির্মাতারা। সেক্ষেত্রে কাকে সাময়িকভাবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে নানা ভাবনা- চিন্তার চূড়ান্ত হয় মীরের নাম। কারণ তিনি চ্যানেলেই এক প্রকার ঘরের লোক। বছরের পর বছর ধরে একাধিক নন- ফিকশন শো সঞ্চালনা করে সকলের ভালোবাসা কুড়িয়েছেন মীর।
আরও পড়ুন: বড় রদবদল রেটিং চার্টে! আরও জব্বর টক্কর সব মেগার মধ্যে, এবার টপার কে?
রচনার রাজনৈতিক কেরিয়ার শুরু হওয়ার পরে, অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এবার কি শেষ হয়ে যাবে 'দিদি নম্বর ১'। সেসময় bangla.aajtak.in- কে রচনা বলেন, "না চলছে তো। আমি তো শ্যুটও করছি। যতদিন পারব, করব। ইচ্ছে আছে দুটো একসঙ্গেই চালানোর। এবার দেখা যাক..."। বিভিন্ন সাক্ষাৎকারে বারবারই রচনা জানিয়েছেন এই শো তিনি ছাড়বেন না। ফলে, রচনা-অনুগামীদের দুশ্চিন্তার কোনও কারণ নেই।
আরও পড়ুন: কতটা সফল 'রান্না বাটি'? জানুন ঋত্বিক, সোহিনীদের ছবির বক্স অফিস রিপোর্ট কেমন
প্রসঙ্গত, 'দিদি নম্বর ১' বাংলার প্রত্যেক ঘরে ঘরে সকলের প্রিয়। জনপ্রিয় এই শোয়ের সিজন ১০ চলছে এখন। অন্যান্য সিজনের মতোই এবারও হিট শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। এর আগের ৯ টি সিজনের মধ্যে ৬ টি সিজনের সঞ্চালিকা ছিলেন রচনা। প্রথম সিজনে এই দায়িত্ব পালন করেছিলেন পুষ্পিতা মুখোপাধ্যায়। এছাড়া সিজন ৩ -এ জুন মালিয়া এবং সিজন ৫-এ দেবশ্রী রায়কেও সঞ্চালিকা হিসাবে দেখা গেছে। সিজন ৮- এ রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা প্রয়াত হওয়ার পর, তিনি কয়েকদিনের বিরতি নেন। সেই সময় সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস সেই দায়িত্ব সামলেছেন কিছুদিন। তবে 'দিদি নম্বর ১' মানেই রচনাকে সবচেয়ে বেশি কাছের করে নিয়েছেন দর্শকেরা।