Rajdeep- Sohini: এবার জুটি বাঁধছেন রাজদীপ- সোহিনী, আসছে 'দ্বিতীয় বসন্ত'

New Bangla Serial: জোরদার টক্কর চলছে বাংলা টেলিভিশনে। একে অপরকে টেক্কা দিতে সব ধারবাহিকই চেষ্টা করছে গল্পে নতুন নতুন ট্যুইস্ট আনার। সে তালিকায় যোগ হল 'দ্বিতীয় বসন্ত'-র নাম।

Advertisement
এবার জুটি বাঁধছেন রাজদীপ- সোহিনী, আসছে 'দ্বিতীয় বসন্ত' রাজদীপ গুপ্ত ও সোহিনী গুহ রায়

২০২৩ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। জোরদার টক্কর চলছে বাংলা টেলিভিশনে। একে অপরকে টেক্কা দিতে সব ধারবাহিকই চেষ্টা করছে গল্পে নতুন নতুন ট্যুইস্ট আনার। সে তালিকায় যোগ হল 'দ্বিতীয় বসন্ত'-র নাম। সান বাংলায় আসছে এই নতুন মেগা। প্রথমবার জুটি বাঁধছেন রাজদীপ গুপ্ত ও সোহিনী গুহ রায়। 

'গঙ্গারাম' ধারাবাহিক শেষ হওয়ার পরে ছোট পর্দা থেকে বিরতি নিয়েছিলেন সোহিনী। অন্যদিকে দীর্ঘ বিরতির পর 'পঞ্চমী'-র মাধ্যমে টেলিভিশনে ফিরেছিলেন রাজদীপ। এই মেগা শেষ হওয়ার পর 'দ্বিতীয় বসন্ত'-তে দেখা যাবে তাঁকে। রাজদীপ, সোহিনী ছাড়াও ধারাবাহিকে রয়েছেন একঝাঁক চেনা মুখ। দ্বৈপায়ন, জেসমিন রায়, গৌতম হালদার, অনুশ্রী দাস, বিপ্লব দাশগুপ্ত, মিলন রায়চৌধুরী, চুমকি চৌধুরীর মতো শিল্পীরা রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে। কনক ভট্টাচার্য প্রযোজিত এই ধারাবাহিকের পরিচালনা করবেন অমিত দাস। 

New Bangla Serial

      
জীবনের ভালোবাসা হারিয়েছে এমন দুই পরিণত ব্যক্তির জীবন নিয়েই তৈরই হচ্ছে 'দ্বিতীয় বসন্ত'-র গল্প। একটি দুর্ঘটনায় রাজদীপ তার স্ত্রীকে হারায়। অন্যদিকে সোহিনীর স্বামীও বিশ্বাসঘাতকতা করে তার সঙ্গে। দু'জনেরই সন্তান রয়েছে। গল্প যত এগোবে দেখা যাবে, দুই ব্যক্তি তাদের নিজ নিজ জীবনের অর্থ খুঁজে পায়। কীভাবে দুটি ভিন্ন পথ মিলে গিয়ে, নতুন যাত্রা শুরু হবে? ভালোবাসা কি প্রাধান্য পাবে? সিঙ্গেল পেরেন্ট হওয়া পছন্দ বা আপস? ইত্যাধি নানা প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই।

 

New Bangla Serial

নতুন ধারাবাহিক প্রসঙ্গে রাজদীপ বললেন, "এরকম পরিণত একটা চরিত্রে অনেকদিন পরে অভিনয় করছি। এখানে বাচ্চাদের সঙ্গেও কাজ করতে হচ্ছে, বেশ মজা লাগছে। এই ধারাবাহিকের টিমটাও খুব ভাল। একটা কাজ যখন আমরা শুরু করি, সেটা আসলে টিম ওয়ার্ক হয়। টিমটা ভাল হলে আসলে খুব পজিটিভ একটা পরিবেশ পাওয়া যায় এবং কাজটাও ভাল হয়। এখানে সেটা রয়েছে। অমিতদার সঙ্গে আগে কাজ ক্রেচি, ফলে বহু বছরের একটা বন্ডিং রয়েছে। গল্পটা অন্য ধরনের। আশা করি সকলের কাজটা ভাল লাগবে।" 

Advertisement

 

POST A COMMENT
Advertisement