প্রয়াত Big Boss-র প্রাক্তন প্রতিযোগী স্বামী ওম, করোনা সারলেও শেষ রক্ষা হল না স্বঘোষিত 'গডফাদার'-র

প্রয়াত প্রাক্তন 'বিগ বস' (Big Boss) প্রতিযোগী স্বামী ওম (Swami Om)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দু' মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর।

Advertisement
প্রয়াত Big Boss-র প্রাক্তন প্রতিযোগী স্বামী ওম, করোনা সারলেও শেষ রক্ষা হল না স্বঘোষিত 'গডফাদার'-রপ্রয়াত স্বামী ওম
হাইলাইটস
  • প্রয়াত Big Boss-র প্রাক্তন প্রতিযোগী স্বামী ওম।
  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
  • বুধবার নিগম বোধ ঘাটে শেষকৃত্য হয়েছে তাঁর।

প্রয়াত প্রাক্তন 'বিগ বস' (Big Boss) প্রতিযোগী স্বামী ওম (Swami Om)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দু' মাস আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ব-ঘোষিত 'গডম্যান'। 

হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু শারীরিক দুর্বলতা এবং অন্যান্য কিছু রোগের জন্য শেষ পর্যন্ত মৃত্যু হয় স্বামী ওমের। দিল্লির অঙ্কুর বিহার রোহিনী এলাকাতে থাকতেন তিনি। বুধবার নিগম বোধ ঘাটে শেষকৃত্য হয়েছে তাঁর।

'বিগ বস ১০'-এর সবচেয়ে চর্চিত প্রতিযোগী ছিলেন স্বামী ওম। বিতর্কিত নানা মন্তব্যের জন্যে আলোচলায় থেকেছেন বরাবর। শোয়ে অন্য আরেক প্রতিযোগী বাণী জে-এর দিকে প্রস্বাব ছুড়ে মারেন তিনি। এরপর বিগ বস তাঁকে শো থেকে বাদ দিয়ে দেন। 

আরও পড়ুন: শুটিং-এর প্রথম দিনেই বিপত্তি, পুড়ে ছাই প্রভাস-সইফ অভিনীত Adipurush-এর সেট

ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী ওম, অপর প্রতিযোগী প্রিয়াঙ্কা জগ্গাকে 'ধর্মকন্যা' বলেছিলেন। তিনি বলেন, "আমার ধর্মকন্যা প্রিয়াঙ্কা জগ্গা আমার প্রিয় প্রতিযোগী। অন্যান্য সকল মেয়েদের মধ্যে ও একেবারে আলাদা। ওঁকে দিয়ে আমি করভা চৌথের উপোস করিয়ে, বিগ বস হাউজে ইতিহাস তৈরি করেছি।" বিগ বস হাউজের বাইরেও স্বামী ওম, তাঁর বিভিন্ন কার্যকলাপের জন্যে বিতর্কিত। 

POST A COMMENT
Advertisement