ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। এই খবর এখন প্রায় সকলেরই জানা। নতুন বছরেই আসছে 'তোমাকে ভালোবেসে'। নতুন ধারাবাহিকে দিতিপ্রিয়ার বিপরীতে কাকে দেখা যাবে, এতদিন এই নিয়ে ছিল নানা জল্পনা। এবার সামনে এল সেই খবর। টেলিপাড়ার গুঞ্জন, এবার টেলিভিশনের রানিমা জুটি বাঁধবেন বড় পর্দার সত্যজিৎ রায় অর্থাৎ জিতু কমলের সঙ্গে। দীর্ঘ বিরতির পরে বাংলা মেগাতে ফিরছেন জিতু।
নতুন বছর শুরু হতেই, বড় খবর বাংলা বিনোদন জগতে। প্রথমবার জুটিতে দেখা যাবে দুই জনপ্রিয় তারকাকে। স্টুডিওপাড়ার খবর, একসময় দুই তারকাকে নিয়ে দুই নামী চ্যানেলের মধ্যে বেশ রেষারেষি ছিল। তবে শেষমেশ এসভিএফ-র ব্যানারে জি বাংলায় আসবে এই নতুন মেগা। দিতিপ্রিয়ার প্রোমো ইতিমধ্যে সম্প্রচার হয়েছে। তবে জিতুর প্রোমো এখনও প্রকাশ্যে আসেনি।
প্রোমোতে দেখা যাচ্ছে, দিতিপ্রিয়া তার বন্ধুদের সঙ্গে গ্রামে সাইকেল চালিয়ে একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। তাঁর কথায়, 'হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।' এদিকে এক বন্ধু সেসময় তাঁকে প্রশ্ন করে, মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? জবাবে অভিনেত্রী বলেন, 'সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়।' এমন সময় সেখানে উপস্থিত এক বহুরূপী তাঁকে প্রশ্ন করেন, যদি এই হেলিকপ্টারে করেই তাঁর মনের মানুষ আসে, তাহলে তাকে কী করে নামাবেন? এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া। এরপর ঠিক কী কী ঘটে, তা ধীরে ধীরে জানা যাবে। মেগার প্রচারে লেখা, 'ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে।' যা দেখে আন্দাজ করা যাচ্ছে, প্রেমের গল্প ফুটে উঠবে পর্দায়। যদিও কবে থেকে বা কোন সময় ধারাবাহিকটি সম্প্রচার হবে, তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, রানিমার ইমেজ ভেঙে নতুন জার্নি শুরু করেছেন দিতিপ্রিয়া রায়। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি চলছে বড় পর্দার কাজ। একের পর এক গোল দিচ্ছেন দিতিপ্রিয়া। অনেক ছোট বয়স থেকে অভিনয় করলেও, জি বাংলার 'করুণাময়ী রানী রাসমণি'-তে কাজ করার পরে জীবন বদলে যায় দিতিপ্রিয়ার। ইন্ডাস্ট্রিতে এক নামে তাঁকে সকলেই চেনেন।
অন্যদিকে জিতুর কেরিয়ার শুরু হয় টেলিভিশন থেকেই। ২০১০ সালে 'নিয়তি' ধারাবাহিকে তাঁকে প্রথম দেখা যায়। জিতুকে শেষ দেখা গিয়েছিল 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে'। এছাড়া বড় পর্দায় তাঁর বহু কাজ প্রশংসিত।