'কনে দেখা আলো'-র অনুভব ও লাজুবাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। গত অগাস্টের শেষে সে তালিকায় নাম জুড়েছে জি বাংলার 'কনে দেখা আলো'-র। বউ বদলের গল্প ফুটে উঠেছে ছোট পর্দায়। প্রথম প্রোমো সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল, উৎসাহ দেখা যায় দর্শকের মধ্যে। সে প্রমাণ মেলে সোশ্যাল পেজে চোখ রাখলেই।
রেটিং চার্টে বিরাট প্রভাব না ফেলতে পারলেও, বহু সপ্তাহেই প্রথম দশের মধ্যেই থাকে 'কনে দেখা আলো'। এমনকী, এই ধারাবাহিক বেশ চর্চিত। বউ বদল, বদলে যাওয়া বউদের ভুল শ্বশুরবাড়িতে থাকা, দুই দম্পতির দেখা হওয়া এসব মিটেছে। তবে এবার দর্শক টানতে ধারাবাহিকে আসতে চলেছে বড় ট্যুইস্ট। সেরকমই ইঙ্গিত মিলল, চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে আসা নতুন প্রোমো থেকে।
আরও পড়ুন: জুটিতে ফিরছেন প্রসেনজিৎ, ঋতুপর্ণা! শেষ মুক্তিপাপ্ত ছবির ব্যবসা কেমন হয়েছিল?
মেগা সিরিয়ালের ট্র্যাক অনুযায়ী, সুদেবকে বুঝিয়ে লাজুকে গ্রামে পাঠিয়েছে বনলতা। এদিকে লাজুকে এখনও মেনে নেয়নি সুদেব ও তার বাড়ির লোকেরা। গ্রামবাসীদের বিধান, বাড়ির পূর্ব নির্ধারিত এক পুজো হওয়ার পরেই লাজুকে সে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পুজোর দিন সেখানে হাজির হয় অনুভব, বনলতা এবং ঠাম্মিরা। সকলে মিলে সেদিনের মতো সামাল দেয় পরিস্থিতি।
এদিকে নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছে লাজু। শ্বশুরবাড়িতে সাংবাদিকরা আসায় সে বলে, অনুভবের জন্যই তার পড়াশোনা সম্ভব হয়েছে। একথা শুনে বেজায় চটে যায় সুদেবের মা। সে জানিয়ে দেয় আর পড়াশোনা করতে পারবে না লাজু। এদিকে বনলতা অনুভবের কাছে আশঙ্কা প্রকাশ করে, লাজুর পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে।
আরও পড়ুন: বিয়ে নিয়ে ট্রোলিংয়ের বড় প্রভাব পড়েছিল! মুখ খুললেন পরম
একথা শোনামাত্রই অনুভব জানিয়ে দেয়, লাজুর পড়াশোনা করা কেউ আটকাতে পারবে না। প্রয়োজনে শহরে থেকেই পড়াশোনা চালাবে। একথা শুনেই, চিন্তায় পড়ে বনলতা। আবার তাদের মাঝে লাজুর আগমন হবে জেনেই তার মনে ভয় হতে শুরু করে। এবার কি ফের কাছাকাছি আসতে পারবে লাজু- অনুভব? দুই বাড়ির সদস্যরা রাজি হবে? কোন দিকে এগোবে গল্প? এই সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই।
'কনে দেখা আলো'-তে লাজু ও অনুভবের জুটির দারুণ পছন্দ করছে দর্শক। এমনকী, রীতি মেনে ভালোবেসে, অনুগামীরা এই জুটির নাম রেখেছে 'অনুবন্তী'। পর্দায় লাজুর সঙ্গে তার আসল বরের থেকে 'মিছিমিছি' বরের রসায়ন বেশি পছন্দ করছে দর্শক। আর সেই মতোই এগোচ্ছে ধারাবাহিকের গল্প।
আরও পড়ুন: মান, অভিমান অতীত! ভরপুর রোম্যান্স নিয়ে ফের জুটিতে দেব ও শুভশ্রী
প্রসঙ্গত, 'কনে দেখা আলো' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত ও মৈনাক ঢোল। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার আরও একঝাঁক পরিচিত মুখ। এই মেগার মাধ্যমেই প্রথমবার মুখ্য চরিত্রে পা রাখলেন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা। প্রথমবার মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পান মৈনাক। এদিকে প্রায় আট বছর পরে, জি-এর ঘরে ফিরেছেন সোমরাজ।