শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর হানে গোান দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ২ অক্টোবর। বাঙালির যুগ যুগ ধরে রীতি, মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। সেই সঙ্গে কে সাজবেন দেবী দুর্গা রূপে, এই নিয়ে থাকে দারুণ কৌতূহল। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া।
দেবীপক্ষের সূচনায় কে হবেন দেবী দুর্গা, এই নিয়ে প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে। একে অপরের সঙ্গে টক্কর ও চমকও থাকে বিরাট। এবছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠান 'রণং দেহি'-তে দেবী দুর্গা রুপে দেখা যাবে কোয়েল মল্লিককে। সেই সঙ্গে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারও এবার অসুর বধ করবেন পর্দায়। অন্যদিকে ফের জি বাংলার দুর্গা সাজবেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানের নাম 'নবরূপে দেবী দুর্গা'। রাজ ঘরণী ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাদের দেখা যাবে দেবীর অন্য রূপে। দুর্গার নয়টি রূপ তুলে ধরবেন তাঁরা।
তবে একেবারে অন্য ধারায় হাঁটছে সান বাংলা। কোনও টলি নায়িকা নয়, বরং একজন নৃত্যশিল্পীকে তাঁরা বেছে নিয়েছেন দুর্গা রূপে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা নৃত্যশিল্পী পায়েল বসাককে এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে 'মহিষাসুরমর্দিনী' অনুষ্ঠানে। সংবাদমাধ্যমকে পায়েল জানান, তিনি ও তাঁর স্বামী দ্বৈপায়নের (নৃত্যশিল্পী) একটি ইউটিউব চ্যানেল আছে। তাঁরা নিজেদের চ্যানেলের জন্য মহিষাসুরমর্দিনী করার পরিকল্পনা করেছিলেন। যখন সেই চ্যানেল থেকে কয়েকটা প্রোমো বের হয়, তখন সান বাংলার তরফে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হয়। শুনেই রাজি হন শিল্পী।"
পায়েল ও দ্বৈপায়ন দুজনেই সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয়। 'দাদাগিরি' এবং 'সারেগামাপা'-তেও দেখা গিয়েছে তাঁদের। শিল্পী সংবাদমাধ্যমকে বলেন, "নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। দুর্গার সাজে যখন শ্যুটিং চলছিল মনে হচ্ছিল আমি যেন আর দুর্গা নই। দারুণ এক অভিজ্ঞতা। অনেক আশীর্বাদ থাকলে এমন সুযোগ পাওয়া যায়।"
প্রসঙ্গত, অনেক কিছুর মতো সময়ের সঙ্গে মহালয়ার অনুষ্ঠানেও বিবর্তনের ছোঁয়া অনেকটাই স্পষ্ট। এবার প্রথমবার ওটিটির পর্দায় দেখা যাবে মহালায়ার অনুষ্ঠান। ওয়েব সিরিজে আকারে তৈরি মহিষাসুরমর্দিনীতে থাকবে নতুনত্বের ছোঁয়া। দুর্গা রূপে অসুরদের নিধন করবেন রাজনন্দিনী পাল। হইচই-র এই সিরিজটির পরিচালনার দায়িত্ব পালন করেছেন সায়ন্তন মুখোপাধ্যায়। মূলত আদিশক্তি মহামায়াকে কেন্দ্র করেই আবর্তিত হবে এই বিশেষ সিরিজ। তবে সেই সঙ্গে শুধু বিন্ধ্যবাসিনী, দুর্গা এবং মহিষাসুরমর্দিনীর মতো দেবীর নানা অবতারের গল্প দেখা যাবে সিরিজে। 'মহিষাসুরমর্দিনী' সিরিজের অন্যতম আকর্ষণ ঘোড়াসুর, মহিষাসুর বধের পাশাপাশি সতীর দেহ খণ্ডন, শিবের তাণ্ডব। এছাড়া দেবী দুষ্টের দমন করে মর্ত্যলোকে কীভাবে শান্তি ফিরিয়ে আনেন, সেই যাত্রাকেই তুলে ধরা হবে।