Manali Dey: নতুন মেগাতে ফিরছেন মানালী! 'ফুলঝুরি'-র পর এবার কোন চমক?

Manali Dey: শুরু হওয়ার মাত্র মাস তিনেকের মধ্যেই বন্ধ হচ্ছে একাধিক মেগা। সেই ঘাটতি পূরণ করতে একের পর এক আসছে নতুন মেগা সিরিয়াল। টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও এক ধারাবাহিক শুরু হওয়ার কথা।

Advertisement
নতুন মেগাতে ফিরছেন মানালী! 'ফুলঝুরি'-র পর এবার কোন চমক?  অভিনেত্রী মানালী দে

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যার জেরে নতুন শুরু হওয়া ধারাবাহিকের আয়ু কমেছে অনেকটাই। শুরু হওয়ার মাত্র মাস তিনেকের মধ্যেই বন্ধ হচ্ছে একাধিক মেগা। সেই ঘাটতি পূরণ করতে একের পর এক আসছে নতুন মেগা সিরিয়াল (New Mega Serial)। টেলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও এক ধারাবাহিক শুরু হওয়ার কথা।

ইন্ডাস্ট্রি সূত্রের খবর অনুজায়ী, নতুন এই ধারাবাহিক আসছে জি বাংলায়। যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে মানালী দে
(Manali Dey)-কে। তিন কন্যের গল্প ফুটে উঠবে পর্দায়। যেখানে মানালী ছাড়া অন্য দুই কন্যে- স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee) ও বাসবদত্তা চট্টোপাধ্যায় (Basabdatta Chatterjee)। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের লুক সেট হয়ে গেছে। এছাড়াও আরও অন্যান্য চরিত্রে দেখা যাবে টেলিপাড়ার একঝাঁক চেনা মুখকে। সৌমিলি বিশ্বাস, সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাদের নতুন এই মেগাতে কাজ করার কথা। 

আরও পড়ুন: বাথরুম থেকে মিলল অভিনেতার মৃতদেহ, অতিরিক্ত মাদক সেবনেই মৃত্যুর কারণ?

মানালী ছোট ও বড় পর্দার চেনা মুখ। 'নীড় ভাঙা ঝড়' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় ডেবিউ করলেও, 'বউ কথা কও'-তে মৌরী চরিত্রে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ছোট ও বড় পর্দা মিলিয়ে একের পর এক কাজের মাধ্যমে মন ছুঁয়েছেন দর্শকদের। মানালীকে শেষ দেখা গিয়েছিল 'ধুলোকণা' ধারাবাহিকে। যেখানে  ইন্দ্রাশিস রায়ের বিপরীতে দেখা যায় তাঁকে। লালন ও ফুলঝুরি জুটি বেশ ভালই মনে ধরেছিল দর্শকদের। অন্যদিকে বাসবদত্তা প্রায় তিন বছর পর ফিরছেন সিরিয়ালের সেটে। স্নেহাকে শেষ দেখা গিয়েছিল 'লালকুঠি' ধারাবাহিকে। 

আরও পড়ুন: 'আমার সবচেয়ে বড় শিক্ষা...', হঠাৎ কার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৌমিতৃষা?

যদিও নতুন এই ধারাবাহিক নিয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষ বা কলাকুশলীদের কেউই সেভাবে মুখ খোলেননি। তবে নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো কোনও মেগাতে। এদিকে জি বাংলাতে আসছে 'ফুলকি'-র মতো নতুন ধারাবাহিক। তাই নতুন এই মেগা কবে আসে এবং তা দর্শকদের মন কতটা জয় করতে পারে, সেটাই কখন দেখার।      
 

Advertisement

POST A COMMENT
Advertisement