গত প্রায় দেড় বছর ধরে আলোচনায় রয়েছেন অভিনেতা জিতু কমল ও নবনীতা দাস। জুটির বিবাহ বিচ্ছেদ হয়েছে বেশ কয়েক মাস হল। নেটমাধ্যমে জিতুর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন নবনীতা। এরপর থেকেই শিরোনামে প্রাক্তন তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন দু'জনেই। এবার সুখবর দিলেন অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে, সেই শুভ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। ফের নতুন সংসার পাতলেন নাকি?
বেগুনি রঙা সিল্কের শাড়ির সঙ্গে মানানসই হাল্কা গয়না, খোলা চুল, হাতে ফুলের বুকে। বৃহস্পতিবার নিজের সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন নবনীতা। ক্যাপশনে লেখা, 'নতুন শুভারম্ভ….'। প্রথম ছবি এবং ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন বিয়ে কিংবা বাগদান করেছেন টেলি অভিনেত্রী। তবে সবকটা ছবি দেখলে বোঝা যাবে আসল ঘটনা। আসলে বিয়ে নয়, নতুন ফ্ল্যাট কিনেছেন নবনীতা। নতুন বাড়ির গৃহপ্রবেশের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন তিনি।
জিতু- নবনীতার বিয়ে ভাঙার কারণ নিয়ে নানা জল্পনা শোনা যায়, সেসময়। পরে স্নেহাল অধিকারীর সঙ্গে নবনীতার সম্পর্কের জল্পনা চাউর হয়। টেলিপাড়ার খবর, একান্তে সময় কাটাতে ভ্যাকেশনেও গিয়েছিলেন স্নেহাল- নবনীতা। ২০২৩ সাল অনেকটা পরিবর্তন নিয়ে আসে জিতু- নবনীতার জীবনে। আলাদা থাকার সিদ্ধান্ত নিলেও, এতদিনের অভ্যাস সহজে কাটিয়ে ফেলা সহজ না। সেজন্যেই হয়তো মাঝে মধ্যে পুরনো স্মৃতি তাজা করেন অভিনেত্রী।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ মে গাঁটছড়া বেঁধেছিলেন জিতু ও নবনীতা। ৮ মে তাঁদের রিসেপশন পার্টিতে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকারা।'অর্ধাঙ্গিনি' ধারাবাহিকের সেটেই তাঁদের প্রথম বন্ধুত্ব। এরপর ধীরে ধীরে গভীর হয় সম্পর্ক। সোশ্যাল মিডিয়ে নজর রাখলেই দেখা যেত দু'জনের নানা আদরমাখা মুহূর্ত। কিন্তু দাম্পত্যে ফাটল ধরে, বিয়ের বছর চারেক পরে ২০২৩ সালে বিচ্ছেদ হয় জুটির।