Bangla Serial: এবার 'লাপাতা লেডিস'-র গল্প বাংলা মেগায়? বর- কনের সাজে মৈনাক- সোমরাজ- সাইনা- নন্দিনীরা

Kone Dekha Alo: পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে 'কনে দেখা আলো'-র। এ

Advertisement
'লাপাতা লেডিস'-র গল্প মেগায়? বর- কনের সাজে মৈনাক- সোমরাজ- সাইনা- নন্দিনীরা সাইনা, সোমরাজ, নন্দিনী, মৈনাক (ছবি: সংগৃহীত)

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'কনে দেখা আলো'-র। এবার বউ বদলের গল্প ফুটে উঠবে ছোট পর্দায়। 

কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিস' অন্যতম বলিউড হিট। কিছুটা সেই গল্পের আদলেই তৈরি হচ্ছে নতুন বাংলা মেগা সিরিয়াল। শহুরে বনলতা আর গ্রামের মেয়ে লাজবন্তীর জীবন বদলে যায় ঘটনারচক্রে। ভাগ্যের ফেরে বিয়ের পরে পাল্টে যায় দু'জনের ভালোবাসার ঠিকানা। ভবিষ্যতে সঠিক আস্তানায় ফেরত গেলেও, বোঝা যায় সব কিছু অনেকটাই পাল্টে গেছে। মনের ঠিকানা ফেলে এসেছে পেছনেই। ভালোবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্পই বলবে 'কনে দেখা আলো'।

নতুন এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সোমরাজ মাইতি, সাইনা চট্টোপাধ্যায়, নন্দিনী দত্ত ও মৈনাক ঢোল। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন টলিপাড়ার আরও একঝাঁক পরিচিত মুখ। এই মেগার মাধ্যমেই প্রথমবার মুখ্য চরিত্রে পা রাখতে চলেছেন, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা সাইনা। প্রথমবার মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেলেন মৈনাক। এর আগে 'মিঠিঝোরা' ধারাবাহিকে স্বার্থক রূপে সকলের মন জয় করেছেন তিনি। এদিকে প্রায় আট বছর পরে, জি-এর ঘরে ফিরলেন সোমরাজ। 

বোলপুরে প্রোমো শ্যুট হয়েছে 'কনে দেখা আলো'-র। সব ঠিক থাকলে আগামী অগাস্ট মাস থেকে শুরু হবে শ্যুটিং। যে কোনও নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই, কোপ পড়ে কোনও পুরনো মেগার উপর। নতুন এই মেগা কোন স্লট পাবে তা এখনও জানা যায়নি। ফলে এক্ষেত্রে কোন ধারাবাহিক শেষ হবে বা কোনটা সম্প্রচারের সময় পাল্টাবে, তা সময়ই বলবে।  

 
 

POST A COMMENT
Advertisement