সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল।
২০২৫-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। টলিপাড়াইয় গুঞ্জন, সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই নাকি আরও একটি মেগা সিরিয়াল আসতে চলেছে। স্টার জলসাতেই নাকি সম্প্রচার হতে পারে এই ধারাবাহিকটি। খবর, ইতিমধ্যেই নাকি লুক টেস্টও হয়ে গেছে। তবে কাদের দেখা যাবে, তা নিয়ে শোনা যাচ্ছে দু'রকম কথা। এক পক্ষের দাবি, এবার মধুমিতা সরকার, রণিতা দাস ও দীপান্বিতা রক্ষিতকে দেখা যাবে লীনার গল্পে। আবার অন্য পক্ষের মতে, নতুন এই ধারাবাহিকের জন্য নাকি এই তিন নায়িকার মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে।
এদিকে, নায়িকাদের পাশাপাশি মেগাতে নায়ক কে থাকবেন, এই নিয়েও চলছে জোর চর্চা। গুঞ্জন, শন বন্দ্যোপাধ্যায় ও গৌরব চট্টোপাধ্যায় নাকি নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন। যদিও এখন গৌরব ব্যস্ত রয়েছেন 'তেঁতুলপাতা' ধারাবাহিকে। সেক্ষেত্রে এই মেগা শেষ না হওয়া অবধি তাঁকে দেখতে পাওয়ার সুযোগ নেই। তবে শেষ পর্যন্ত কে থাকেন মুখ্য চরিত্রে, সেটাই এখন দেখার।
প্রসঙ্গত, গৌরব ও শনকে নিয়মিত স্টার জলসাতে দেখা গেলেও, তিন নায়িকা বিরতি নিয়েছেন ছোট পর্দা থেকে। মধুমিতাকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে 'কুসুমদোলা' ধারাবাহিকে, ২০১১ সালে রণিতাকে দেখা গিয়েছিল 'ইষ্টিকুটুম-এ, অন্যদিকে দীপান্বিতাকে দেখা গিয়েছিল ২০২২ সালে 'খুকুমণি হোম ডেলিভারি'-তে। যদিও এখনও পর্যন্ত, অভিনেতা বা নির্মাতাদের কেউই এবিষয়ে মুখ খোলেননি।