New Bangla Serial: 'নিম ফুলের মধু' শেষ হয়ে, মোহনার সঙ্গে নতুন মেগায় জুটি বাঁধবেন রুবেল?

New Bangla Serial: বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা।

Advertisement
'নিম ফুলের মধু' শেষ হয়ে, মোহনার সঙ্গে নতুন মেগায় জুটি বাঁধবেন রুবেল?

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন, শেষ হতে চলেছে  জি বাংলার 'নিম ফুলের মধু'। যদিও এর আগেও একাধিকবার স্টুডিওপাড়ায় খবর ছড়িয়েছিল, রুবেল দাস -পল্লবী শর্মার ধারাবাহিকটি শেষ হতে চলেছে। পরে অবশ্য বোঝা যায়, এটা শুধুই রটনা। তবে এবার, খবরে সিলমোহর না দিলেও, এই মেগা নিয়ে গুঞ্জন একেবারে উড়িয়ে দিচ্ছে না কেউই। টেলিপাড়ায় এরই মধ্যে কানাঘুষো যাচ্ছে, আরও একটি খবর। নতুন একটি ধারাবাহিকে নাকি ইতিমধ্যেই নাম লিখিয়ে ফেলেছেন রুবেল। 
    
বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক। শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। সে তালিকায় নাম যোগ হতে চলেছে 'নিম ফুলের মধু'? এই প্রশ্ন এখন অনেকেরই মনে। সঠিক উত্তর এখনও মেলেনি। তবে স্টুডিওপাড়া বলছে অন্য কথা। নতুন ধারাবাহিক নাকি নিয়ে আসছেন 'নিম ফুলের মধু'-র প্রযোজক-পরিচালক শ্রীজিৎ রায়। খবর, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেলকে এবং তাঁর নায়িকা হয়ে মেগাতে ফিরবেন মোহনা মাইতি।

সপ্তাহখানেক আগে, নতুন ধারাবাহিকের সেট তৈরি নিয়েই ফেডারেশনের সঙ্গে সমস্যায় জড়িয়েছিলেন শ্রীজিৎ। এই নিয়ে নানা জলঘোলার পরে, সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন পরিচালক। শোনা যাচ্ছে, এরপরই সব সমস্যাও মিটেছে। নতুন কাজ শুরু করতে আর কোনও বাধা নেই তাঁর। এপ্রসঙ্গে কলাকুশলী বা চ্যানল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। তবে টেলি ইন্ডাস্ট্রির অন্দরের খবর, জোরকদমে চলছে  নতুন মেগার সেট তৈরির কাজ। শুধু তাই নয়, সব ঠিক থাকলে নাকি আগামী মার্চ মাসেই শুরু হবে নতুন ধারাবাহিকের শ্যুটিং।

প্রসঙ্গত, জানুয়ারি মাসেই 'নিম ফুলের মধু'-র সৃজনের বাস্তব জীবনে শুরু হয়েছে নতুন জীবন। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এক দিকে যেমন নতুন সংসার শুরু হয়েছে, সেরকম নতুন ধারাবাহিকও শুরু হওয়ার কথা তাঁর। যদিও এই নিয়ে রুবেলও মুখ খোলেননি। সব প্রশ্নের উত্তর দেবে সময়।  

Advertisement

          
 

POST A COMMENT
Advertisement