Adrit Shweta Serial: এবার টেলিভিশনের 'ধ্রুব' ও 'শ্যামলী' একসঙ্গে? আদৃত, শ্বেতার নতুন মেগা নিয়ে জোর জল্পনা

Bengali Television News: ২০২৫-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। টলিপাড়াইয় গুঞ্জন, সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। টলিপাড়ার জল্পনা, এবার জুটি বাঁধতে চলেছেন, বাংলা মেগার দুই তাবড় নায়ক- নায়িকা।

Advertisement
এবার টেলিভিশনের 'ধ্রুব' ও 'শ্যামলী' একসঙ্গে? আদৃত, শ্বেতার নতুন মেগা নিয়ে জল্পনা শ্বেতা- আদৃত

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

২০২৫-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে। টলিপাড়াইয় গুঞ্জন, সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। টলিপাড়ার জল্পনা, এবার জুটি বাঁধতে চলেছেন, বাংলা মেগার দুই তাবড় নায়ক- নায়িকা। স্টুডিওপাড়ার গুঞ্জন, 'মিত্তির বাড়ি'-র 'ধ্রুব' এবং 'কোন গোপনে মন ভেসেছে'-র 'শ্যামলী'কে নাকি এবার জুটিতে দেখা যাবে।

আরও পড়ুন:  নতুনদের টেক্কা দিয়ে ফের এগিয়ে পুরনোরা! উৎবের সপ্তাহে বেঙ্গল টপার কোন মেগা?

দুর্গাপুজোর আগেই শেষ হয়েছে দুই ধারাবাহিক। মাঝে কিছু দিনের বিরতির পরে, ফের জি বাংলার নতুন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্য ও আদৃত রায়কে। যদিও চ্যানেল কর্তৃপক্ষ এবং অভিনেতারা এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন এবিষয়ে। টেলি দুনিয়ার সূত্র বলছে, 'কোন গোপনে মন ভেসেছে' শেষ হওয়ার আগেই নাকি চ্যানেলের তরফে শ্বেতাকে আগামী কাজের কথা বলা হয়েছিল। তবে শেষমেশ কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন:  'সিঁদুর হল চয়েজ...' অবিবাহিত চাঁদনীর শাঁখা, পলা, সিঁদুরে দুর্গা বরণ! নিন্দার ঝড় নেটমাধ্যমে

প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্য ছোট পর্দায় দারুণ। 'যমুনা ঢাকি', 'সিঁদুরখেলা', 'জড়োয়ার ঝুমকো', 'সোহাগ জল'-র মতো একাধিক ধারাবাহিকে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। দেবের 'প্রজাপতি' ছবিতেও কাজ করেছেন তিনি। কিছু দিন আগে বিতর্কে জড়িয়েছিলেন শ্বেতা। এক সাক্ষাৎকারে হাতকাটা পোশাক পরা নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিপুল চর্চা হয়। যার ফলে মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। সে কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন:  'জীবনে কিছু ভাল করার সুবাদে...', 'রাজকন্যা'র জন্মদিনে শোভনের আদুরে পোস্ট

অন্যদিকে, টিনসেল টাউনের জনপ্রিয় মুখ  আদৃত রায়। তাঁর 'পাগল প্রেমী' ছবিটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। অভিরূপ ঘোষের পরিচালনায় প্রেমের এই ছবিতে আদৃতের নায়িকা মুনমুন রায়। বাণিজ্যিক এই ছবিটি তৈরি হচ্ছে এসফিএফ-র ব্যানারে। এছাড়া, ২০১৮ সালে মুক্তি পেয়েছিল আদৃতর প্রথম ছবি 'নূর জাহান’। এরপরে 'প্রেম আমার ২' ছবিতেও মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা। 'পাসওয়ার্ড', 'পরিণীতা'-র মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। তবে বড় পর্দার থেকে ছোট পর্দায় বেশি জনপ্রিয়তা পান আদৃত। 'মিঠাই', 'মিত্তির বাড়ি'-তে অভিনয় করে সকলের মন তিনি বারবার জয় করেছেন। 

 

POST A COMMENT
Advertisement