Phulki: জন্মাষ্টমীতে খোয়া গেল সোনার গোপাল, ফুলকিকে আসল মূর্তি খুঁজে দেবে পর্ণা?

Phulki Episode Highlights: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। একাধিক ধারাবাহিকে চলছে জন্মাষ্টমী উদযাপন। বাদ গেল না 'ফুলকি'-ও।

Advertisement
জন্মাষ্টমীতে খোয়া গেল সোনার গোপাল, ফুলকিকে আসল মূর্তি খুঁজে দেবে পর্ণা?   'ফুলকি'-তে আসছে টানটান পর্ব

'মিঠাই' শেষ হয়ে সেই স্থানে সম্প্রচার হচ্ছে 'ফুলকি'। শুরুর পর থেকেই জি বাংলার এই ধারাবাহিক দর্শকদের মন জয় করতে সক্ষম। এমনকী প্রায় প্রতি সপ্তাহেই সেরা দুই বা তিনের মধ্যে থাকে এই মেগা। অভিষেক বসু- দিব্যানি মণ্ডলর ধারাবাহিকে এবার আসতে চলেছে টানটান পর্ব।   

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। একাধিক ধারাবাহিকে চলছে জন্মাষ্টমী উদযাপন। বাদ গেল না 'ফুলকি'-ও। রায় চৌধুরী বাড়িতে বড় করে উদযাপন হবে জন্মাষ্টমী। জেঠু তার সব অতিথিদের নিজে বক্তিগতভাবে আমন্ত্রণ জানান। যে তালিকায় রয়েছে তার প্রিয় ছাত্রী আলোকপর্ণা দত্ত অর্থাৎ 'নিম ফুলের মধু'-র পর্ণাও। সঙ্গে রয়েছে চয়ন, বর্ষা ও রুচিরা। নাচ, গান, গোপালের স্নান, গোপালের ভোগ তৈরি, সব মিলিয়ে দারুণ উদযাপন।

 

phulki janmashtami special episode

আনন্দ- উৎসবে মাতোয়ারা সকলে। এদিকে এর মাঝে ঘটল বিপত্তি। ফুলকি হঠাৎ লক্ষ্য করল আসল সোনার গোপাল মূর্তি কেউ বদলে দিয়েছে। কী করবে এবার সে? সে সময় পর্ণা, ফুলকিকে কথা দেয়, আসল মূর্তি উদ্ধার করবে তারা। পর্ণা- ফুলকি কীভাবে গোপালের আসল মূর্তি খুঁজে বের করে, সেটাই এখন দেখার।    

 

 

'ফুলকি'-র এই মহামিলন পর্বে রাধা-কৃষ্ণের বেশে সাজতে দেখা যাবে রোহিত-ফুলকিকে। এই বিশেষ মহামিলন পর্ব দেখা যাবে ৭ সেপ্টেম্বর ১ ঘণ্টা সময় ধরে, সন্ধ্যা ৭.৩০ থেকে ৮.৩০ মিনিট অবধি। ধারাবাহিক পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন 'করুনাময়ী রানি রাসমণি', 'মিঠাই', 'পিলু'-র 'ক্যাপ্টেইন অফ দ্য শিপ' রাজেন্দ্রপ্রসাদ দাস। এছাড়াও ক্যামেরার সামনে ও পিছনে রয়েছেন 'মিঠাই'-র বহু কলাকুশলীরা।  
 

POST A COMMENT
Advertisement