Rubel- Sweta Marriage Date: ফের সানাই বাজছে টেলি পাড়ায়! বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল- শ্বেতা?

Bengali Television Couple Getting Married: স্টুডিওপাড়ার গুঞ্জন, এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। আর মাস দুয়েক পড়েই গাঁটছড়া বাঁধতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। টেলিদর্শকদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর।

Advertisement
ফের সানাই বাজছে টেলি পাড়ায়! বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল- শ্বেতা? শ্বেতা ভট্টাচার্য- রুবেল দাস (ছবি: ফেসবুক)

এবছর সাত পাকে বাঁধা পড়েছেন একাধিক টলি তারকা। ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। বহুদিন ধরেই শোনা যাচ্ছে শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন আরও দুই জনপ্রিয় টেলি তারকা। স্টুডিওপাড়ার গুঞ্জন, এবার সেই জল্পনার অবসান হতে চলেছে। আর মাস দুয়েক পড়েই গাঁটছড়া বাঁধতে চলেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। টেলিদর্শকদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর।

টলিপাড়ার অন্দরের ফিসফাস, ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাত পাকে বাঁধা পড়বেন টলিপাড়ার 'লাভ বার্ডস'। রুবেল- শ্বেতা তাঁদের স্বপ্নের দিনের আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছেন না। এজন্যে বছর খানেক আগে থেকেই শুরু করেছিলেন প্রস্তুতি। দুই বাড়িতেই জোর কদমে চলছে প্রস্তুতি। যদিও এবিষয়ে এখনও দু'জনের কেউই মুখ খোলেননি।   

ধারাবাহিকের অনস্ক্রিন জুটিরা বহুক্ষেত্রেই রিয়েল লাইফেও জুটিতে পরিণত হয়। গত বছরের শুরুর দিকে সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনায় সিলমোহর দেন ছোটপর্দার যমুনা ও সঙ্গীত- শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস। আগে কিছুটা লুকোছাপা করে নিজেদের 'শুধু ভাল বন্ধু' তকমা দিলেও, গত বছর থেকে গোপনীয়তা অনেকটা আলগা করেছেন দু'জনেই। এরপর থেকে প্রকাশ্যেই একে অপরকে প্রেমের অনুভূতি বা ভাব জানান তাঁরা নিয়মিত। পুজোর উদ্বোধন হোক কিংবা পার্টি, যে কোনও অনুষ্ঠানে একসঙ্গেই সেখানে হাজির হন জুটি। এবারের পুজোর বেশিরভাগ দিনই কাটিয়েছেন একসঙ্গে। 

শ্বেতা ভট্টাচার্য বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। 'যমুনা ঢাকি' ধারাবাহিক থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। এই ধারাবাহিকের আগেও তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন 'সিঁদুরখেলা','জড়োয়ার ঝুমকো'-র মতো একাধিক ধারাবাহিকে। এরপর 'প্রজাপতি'-র মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করেন তিনি। বর্তমানে শ্বেতাকে দেখা যাচ্ছে 'কোন গোপনে মন ভেসেছে' মেগাতে। 

অন্যদিকে রুবেল বর্তমানে রয়েছেন 'নিম ফুলের মধু'-তে। এই ধারাবাহিকে পল্লবী শর্মার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। 'যমুনা ঢাকি'-র আগে 'ভানুমতির খেল', 'বাঘ বন্দির খেলা'-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement