সুখবর টলিউডে। মা হলেন রূপসা চট্টোপাধ্যায়। টেলি নায়িকার কোলে এসেছে পুত্র সন্তান। শুক্রবার 'জুনিয়র'-র ছবি শেয়ার করে খুশির খবর দিলেন নতুন বাবা- মা।। ছেলের নাম কী রেখেছেন, তা এখনই জানাননি জুটি। নেটমাধ্যমে একরত্তির ছবি শেয়ার করলেই, কমেন্ট বক্সে উপচে পড়ছে শুভেচ্ছা- ভালোবাসা।
বিয়ের মাস দেড়েকের মাথায় সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছিলেন রূপসা। শেয়ার করলেন একগুচ্ছ আদুরে ছবি। এরপর থেকেই ধীরে ধীরে সামনে আসে তাঁর বেবি বাম্পের ছবি। প্রেগন্যান্সির সময়কালে নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা। সাধভক্ষণের মুহূর্তও শেয়ার করেছিলেন তিনি। তবে কিছুদিন আগে নয় মাসের সাধভক্ষণের কিছু মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটজেনদের একাংশ কটাক্ষ করেন। কারণ এদিন একটি মজার খেলার মাধ্যমে, ছেলে না মেয়ে হবে এই নিয়ে পরিবার- পরিজনের থেকে ভোট সংগ্রহ করেছিলেন।
ইনস্টা পেজে দুটি ছবি শেয়ার করেছেন রূপসা- সায়নদীপ। এখনই মুখ দেখাননি ছেলের। সদ্যোজাতকে স্নেহের আদরে ভরিয়ে দিচ্ছেন রূপসা। নায়িকার স্বামী সায়নদীপ ক্যাপশনে ছেলের তরফে লিখেছেন, 'সবাইকে বিলম্বিত প্রজাতন্ত্র দিবস ও আমায় বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা, জুনিয়ার।' এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন ২৬ জানুয়ারি সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।
দেবীপক্ষে, গত ৩ অক্টোবর সায়নদীপ সরকারের সঙ্গে সামাজিক বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায়। আশ্বিন মাসে সাধারণত হিন্দু- বাঙালিদের বিয়ে হয় না। সেজন্যে অবাক হয়েছিলেন সকলে। সেই সময় জুটি জানান, ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে পাকা হয়েছিল জুটির বিয়ের তারিখ। পরে জানা যায়, মা হতে চলেছেন তিনি। লক্ষ্মীপুজো কাটিয়ে সিকিমে বেবিমুর সেরে এসেছেন দম্পতি।
প্রসঙ্গত, প্রায় বছর তিনেক আগে আলাপ হয় সায়নদীপ- রূপসার। এরপর বন্ধুত্ব ধীরে ধীর আরও গভীর হয়। বিনোদন নয়, কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত রূপসার বর। সালকিয়াতে নতুন ফ্ল্যাট কিনেছেন সায়ন। সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পেতেছেন জুটি। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, দুই পরিবার মেতেছিল উদযাপনে। গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল রূপসা- সায়নদীপের এনগেজমেন্ট পার্টি।