গানের রিয়্যালিটি শো সা রে গা মা পা-এর গ্র্যান্ড ফিনালে আর মাত্র কিছুদিনের মধ্যেই হতে চলেছে। এরই মধ্যে এই রিয়্যালিটি শো-এর শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আর শ্যুটিং শেষে মন খারাপ সকলেরই। প্রসঙ্গত, বহু বছর ধরে নন ফিকশন রিয়্যালিটি শোগুলির মধ্যে সা রে গা মা পা জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। কখনও তরুণ আবার কখনও শিশুদের গানের প্রতিভাকে এখানে তুলে ধরা হয়েছে। এই শোয়ের হাত ধরেই বাংলা বহু প্রতিভাবান শিল্পীকে পেয়েছে। এবারের সিজনও তার ব্যতিক্রম হবে না।
গত বছর থেকে শুরু হয় সা রে গা মা পা
গত বছর শুরু হয়েছিল সা রে গা মা পা ২০২২। বিচারক হিসাবে এখানে দেখা যায় শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য এবং রিচা চাড্ডাকে। এর পাশাপাশি বিচারক হিসাবে ছিলেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জোজো, রাঘব চট্টোপাধ্যায়। সঞ্চলনার দায়িত্বে ছিলেন আবীর চট্টোপাধ্যায়। প্রতি শনি ও রবিবার গানের এই রিয়্যালিটি শো মাতিয়ে রাখত গোটা সন্ধ্যা। কখনও বাউল গানে তো কখনও লোক সঙ্গীতে, কখনও আবার আধুনিক কিংবা ব্যান্ড গানে জমে উঠেছিল সারেগামাপার মঞ্চ।
আরও পড়ুন: মিঠিই কি মিঠাই? সৌমিতৃষার পোস্টে জোরালো ইঙ্গিত
গ্র্যান্ড ফিনালের শ্যুটিং
এই সিজনের গ্র্যান্ড ফিনালেতে পৌঁছেছেন পদ্ম পলাশ, কাবো, বুলেট, অস্মিতা, সোনিয়া ও ঋদ্ধি। প্রত্যেকেই গোটা সিজনে নিজেদের গানে মুগ্ধ করেছেন বিচারক থেকে দর্শক সকলকে। এ বছর সারেগামাপা-এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি হয়ে আসবেন কুমার শানু ও সোনু নিগম। গ্র্যান্ড ফিনালে হওয়ার আগেই তার শ্যুটিংয়ের কিছু ঝলক উঠে এল। যেখানে দেখা যাচ্ছে চূড়ান্ত পর্বের জন্য প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে। প্রত্যেক প্রতিযোগী তাঁদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সারেগামাপা-এর শেষ পর্বে দেখা যাবে মহাগুরু অজয় চক্রবর্তীকেও।
আরও পড়ুন: জগদ্ধাত্রী সিরিয়ালে জ্যাসের চরিত্রে সেই 'পিলু'? মেঘাকে ঘিরে জল্পনা তুঙ্গে
টক্করের লড়াই হবে ফিনালেতে
আলো ঝলমলে মঞ্চে একের পর এক প্রতিযোগীরা এসে মঞ্চ কাঁপিয়ে চলে যাচ্ছেন, তার আগাম ঝলক দেখা গেল এই রিয়্যালিট শো-এর শ্যুটিংয়েই। এদিন প্রত্যেক প্রতিযোগী সেজে উঠেছিলেন একেবারে অন্যরকমভাবে। একদিকে এই শো জেতার টেনশন আবার অন্যদিকে এই শো শেষ হয়ে যাবে তার জন্যও দুঃখ রয়েছে আলাদা ভাবে। ইতিমধ্যেই এই গ্র্যান্ড ফিনালের প্রোমো চলে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে টক্করের লড়াই হতে চলেছে এদিন। আসলে শো যত এগিয়েছে ততই প্রতিযোগীদের মধ্যে লড়াই আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে। শুধু তাই নয়, বিচারকরাও কাকে ছেড়ে কাকে বাছবেন তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে।
অন্তিম পর্বের শ্যুটিং শেষ
এ বছরের মতো সারেগামাপা-এর অন্তিম পর্বের শ্যুটিং শেষ। এতদিন একসঙ্গে গান-আড্ডা-মজা সবই চলেছিল বিচারকদের মধ্যে তাই এই শো শেষ হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকের মন খারাপ। তবে বিচারকরা জানিয়েছেন যে দুঃখ যেমন আছে তেমনি কে বিজয়ী হচ্ছে সেটা নিয়েও খুব উৎফুল্লতা রয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে দেখা যাবে সারেগামাপা-এর গ্র্যান্ড ফিনালে। কার মাথায় সেরার শিরোপা উঠবে তা জানা যাবে এদিনই।