The Kapil Sharma Show থেকে বাদ সুমনা? উঠছে প্রশ্ন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণা অভিষেক, সুদেশ লেহরি, ভারতী সিং, কিকু সারদা, চন্দন প্রভাকরকে নিয়ে একটি ছবি এবং শো-এর প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) এবং কৃষ্ণা অভিষেক। তবে সেই ছবিতে দেখা যায়নি বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে

Advertisement
The Kapil Sharma Show থেকে বাদ সুমনা? উঠছে প্রশ্নসুমনা চক্রবর্তী
হাইলাইটস
  • জনপ্রিয় এই শো-তে সুমনা ভুরি-র চরিত্রে অভিনয় করেন।
  • তবে কি বাদ পড়তে চলেছেন কমেডিয়ান সুমনা?
  • খবর নিয়ে যদিও সুমনা বা চ্যানেল কর্তৃপক্ষ কেউই মুখ খোলেননি।

চলতি মাসের শেষ দিকেই শুরু হতে চলেছে ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কৃষ্ণা অভিষেক, সুদেশ লেহরি, ভারতী সিং, কিকু সারদা, চন্দন প্রভাকরকে নিয়ে একটি ছবি এবং শো-এর প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) এবং কৃষ্ণা অভিষেক। তবে সেই ছবিতে দেখা যায়নি বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে (Sumona Chakravarti)। জনপ্রিয় এই শো-তে সুমনা ভুরি-র চরিত্রে অভিনয় করেন। তবে কি বাদ পড়তে চলেছেন কমেডিয়ান সুমনা? খবর নিয়ে যদিও সুমনা বা চ্যানেল কর্তৃপক্ষ কেউই মুখ খোলেননি।

মাস খানেক আগে নিজের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে এনেছিলেন সুমনা নিজে। তবে তাঁর সাম্প্রতিক একটি পোস্ট কপিল শর্মা শো থেকে তাঁর বেরিয়ে যআওযার দিকে ইঙ্গিত করছে বলে মনে করছএন অনেকে। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনার জন্য কী রয়েছে, সেটা সব সময় বোঝা যায় না। সে জন্য উপযুক্ত সুযোগও দেওয়া হয় না। নতুন সম্পর্ক, চাকরি, শহর, অভিজ্ঞতা যাই হোক না কেন। সেখানে নিজেকে সমর্পণ করুন। আর পিছনে ফিরে তাকাবেন না। যদি সেটা কাজ না করে, তা হলে জানবেন সেটা আপনার জন্য ছিল না। আপনার কোনও অনুশোচনা থাকবে না। কারণ আপনি সম্পূর্ণ চেষ্টা করেছিলেন। কিন্তু আপনি আরও চেষ্টা করতে পারতেন, এই গ্লানি বোধ নিয়ে বেঁচে থাকা কঠিন। সুতরাং নতুন সুযোগ গ্রহণ করার সাহস রাখুন।’

 

০১১ থেকে সুমনা এন্ডোমেট্রিওসিস রোগে আক্রান্ত অভিনেত্রী। লক ডাউনে কাজ না থাকায় কোনরকমে সংসার চালিয়ে নিজের চিকিৎসার খরচ চালাচ্ছেন তিনি। সুমনা আরও জানান, আজ পর্যন্ত তিনি এ সব ওপেন ফোরামে কখনও শেয়ার করেননি। ২০১১ সাল থেকে কঠিন অসুখে ভুগছেন। ভালো খাওয়া, এক্সারসাইজ এবং স্ট্রেস ফ্রি জীবন তাঁর সুস্থ থাকার চাবিকাঠি। তিনি লেখেন, 'আজ এক্সারসাইজ করার পর ভালো লাগছে। ভাবলাম আমার ব্যক্তিগত অনুভূতি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। কারণ এটা আপনাদের বলতে চাইছি, যেটা চকচক করে সব সময় সেটা সোনা হয় না।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement