প্রায় প্রতি সপ্তাহান্তের 'সুপার সিঙ্গার' (Super Singer) - এর মঞ্চে থাকে নানা চমক। প্রতিযোগীরাও একে অপরকে জোরদার টক্কর দিচ্ছেন। বলাই বাহুল্য এই পর্যায় এসে, যারা দিতে পারবেন সেরার সেরা পারফরম্যান্স, তারাই পৌঁছে যাবেন গ্র্যান্ড ফিনালেতে। আর সময় যত ফিনালের দিকে এগোচ্ছে, ততই বাড়ছে প্রতিযোগীদের (Participants) চ্যালেঞ্জ।
আবারও নতুন চ্যালেঞ্জের (New Challenge) মুখোমুখি হলেন প্রতিযোগীরা। তবে এরকম চ্যালেঞ্জ, বাংলা রিয়্যালিটি শোয়ের ইতিহাসে দেখা যায়নি বললেই চলে। ছদ্মবেশে স্ট্রিট সিঙ্গিংয়ের চ্যালেঞ্জ (Street Singing Challenge) দেওয়া হয়েছিল প্রতিযোগীদের। রীতিমতো ছদ্মবেশে রাস্তাঘাটের আমজনতাকে গান শুনিয়ে, প্রতিযোগীরা তাঁদের মোবাইলে থাকা অ্যাপ-এর মাধ্যমে পেয়ে গেলেন জনতার ভোট।
শুধু বিচারকদের বিচারে নয়, এইবার প্রতিযোগীদের বিচার করলেন খোদ সাধারণ মানুষ। কেউ ছদ্মবেশ ধরেছিলেন সাধুর, তো কারও মাথার টাক, চশমা, ফুলের মালায় একেবারে চেনা দায়। কুমার গৌরবের গানে আপ্লুত হয়ে, তাঁর হাতে একজন দিয়ে গেলেন কিছু টাকা। তার মধ্যে এগারো টাকা সযত্নে তুলে রেখেছেন তিনি, নিজের একরত্তি মেয়ের হাতে তুলে দেবেন বলে ঠিক করেছেন।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে ফুটবল ও দেশপ্রেমীদের 'মুক্তি'-র কাহিনি নিয়ে আসছেন ঋত্বিক
সুচিস্মিতাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন এক বয়স্ক মহিলা। অন্যদিকে সৌমীর গানে মুগ্ধ হয়ে তাঁর সঙ্গে নিজের চকলেট শেয়ার করলেন এক ক্ষুদে। এই ভাবেই 'সুপার সিঙ্গার'-এর মঞ্চের বাইরেও জনসাধারণের মধ্যে তাঁদের গানের উপস্থাপনা নিয়ে মিশে গেল প্রতিযোগীরা। নতুন অভিজ্ঞতা এবং সকলের ভালোবাসা পেয়ে আপ্লুত প্রতিযোগীরাও।
প্রতি সিজনের ন্যায় এবারও 'সুপার সিঙ্গার'-এ রয়েছেন সঙ্গীত জগতের রথী- মহারথীরা। বিচারক আসনে বসেছেন কুমার সানু, সোনু নিগম ও কৌশিকী চক্রবর্তী। গত সিজনের ন্যায় এবারও সঞ্চালকের ভূমিকা পালন করছেন যিশু সেনগুপ্ত।
আরও পড়ুন: বাংলাদেশের আইটেম গানে 'ময়ূরী' নুসরত! বোল্ড লুকে আগুন ঝড়াচ্ছেন তারকা-সাংসদ
প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই প্রথমবার এই রিয়্যালিটি শো-তে হাজির ছিলেন বলিউড সঙ্গীতশিল্পী অনু মালিক (Anu Malik)। পশ্চিমবঙ্গে আসার প্রসঙ্গে অনু মালিক বললেন, "পশ্চিমবঙ্গ খুব সুন্দর একটি রাজ্য। এখানকার মানুষ, খাবার-দাবার, সংস্কৃতি সবই দারুণ। বিশেষত বাঙালিদের সংস্কৃতির প্রেমী আমি। এখানে এসে সত্যিই খুব ভাল লাগছে।"