টলি বা টেলিপাড়ায় যেমন সম্পর্ক ভাঙে, তেমন নতুন সম্পর্ক গড়ে ওঠার গুঞ্জনও শোনা যায়। স্টুডিও পাড়ায় হঠাৎ করে কানাঘুষো শোনা যায় তারকাদের বিচ্ছেদের কথা। তবে কিছু ক্ষেত্রে বিরল ঘটনাও ঘটে। যেমন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগে। সম্পর্কে ফাটল ধরেছিল টেলি তারকা তিয়াসা ও সোহেল দত্তর। এরপর দু'পক্ষের অভিমানের বরফ গলে, এখন ফের কাছাকাছি তাঁরা।
ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ তিয়াসা লেপচা। সোহেল দত্তর সঙ্গে প্রেম করছেন নায়িকা। শুরুতে কিছুটা রাখঢাক থাকলেও, এরপর আর লুকোছাপা করেন না দু'জনের কেউই। উল্টে প্রকাশ্যে প্রেমের কথা বলেন জুটি। সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকি মারলে প্রায়ই দেখা যায় তিয়াসা -সোহেলের নানা আবেগমাখা মুহূর্ত। কিন্তু মাঝে দু'জনের মধ্যে এতটাই দূরত্ব তৈরি হয়েছিল যে, একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন। সমস্যা মিটে, নতুন বছরে জোড়া লেগেছে জুটির সম্পর্ক। তবে কেন মনোমালিন্য হয়েছিল?
সংবাদমাধ্যমকে তিয়াশা জানিয়েছেন, "আমাদের ভুল বোঝাবুঝি বেড়ে গিয়েছিল এক সময়। তখনই আলাদা হই। কিন্তু আলাদা থাকতে গিয়ে বুঝলাম সোহেলের অভাব অনুভব করছি। কারণ ওর মতো আর কেউ আমার খেয়াল রাখতে পারে না। তবে শুধু আমি না। সোহেলও বুঝতে পেরেছে আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারব না।" তিনি আরও বলেন, "বিচ্ছেদের পর বুঝেছি, ওর কথা একবাক্যে মেনে চলব। সোহেল যদি কিছু নিষেধ করে, ওর কথা মেনে নেব। কারণ আমি সিদ্ধান্ত নিতে পারি না, মানুষ চিনতে ভুল করি, যেটা সোহেল পারে।"
নায়িকার কথায়, "ও আমার জীবনে এমন একজন মানুষ যাকে আমার সব কিছু বলতে পারি। না বলতে পারলেই অস্বস্তি হয়। ও কী করছে, কোথায় যাচ্ছে, আমি কী করছি, কোথায় যাচ্ছি, দু'জনেই সবটা জানি।" যদিও এখনই বিয়ের পরিকল্পনা নেই তাঁদের। এই বিষয়টা পরিবারের ওপরই ছেড়েছেন। আপাতত চুটিয়ে প্রেম করতে চাইছেন দু'জনে। সেই সঙ্গে, তিয়াশার ইচ্ছে, বিয়ের আগে অনন্ত একটা মেগাতে সঙ্গে কাজ করার।
গত কয়েক বছর ধরে বাঙালির ঘরে- ঘরে পৌঁছে গিয়ে সকলের মনের কাছের হয়ে উঠেছে 'কৃষ্ণকলি'-র শ্যামা ওরফে তিয়াসা লেপচা। 'বাংলা মিডিয়াম' শেষ হওয়ার পরে, এখন তাঁকে দেখা যাচ্ছে 'রোশনাই' মেগাতে। অন্যদিকে সোহেল এককালে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। এখন তাঁকে দেখা যাচ্ছে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে। এছাড়াও বেশীরভাগ সময় রাজনীতির মঞ্চ এবং রাজনৈতিক মিছিলে দেখা যায় তাঁকে। শোনা যায়, কোনও রাজনৈতিক মঞ্চ বা পার্টিতে দেখা হয়েছিল তাঁদের। যদিও টেলিপাড়ায় তিয়াসার মতো সেরকম জনপ্রিয়তা নেই তাঁর প্রেমিকের। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের মতো টলি নায়িকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় সোহেলকে। শ্রাবন্তীর নির্বাচনী প্রচারেও নায়িকার সঙ্গেই ছিলেন তিনি।
প্রসঙ্গত, ছোট পর্দায় জনপ্রিয় হয়েই সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তিয়াশা রায়। এরপর স্বামীর সুভান-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁর। সেসময় সমালোচনায় মাথা না ঘামিয়ে তিয়াশা জানিয়েছিলেন, সুবানের সঙ্গে কোনও রকম সমস্যা নেই তাঁর। ২০১৭ সালের 8 অক্টোবর বিয়ে করেন সুভান- তিয়াসা। এরপর ফের জল্পনা শুরু হয়, তাঁর নতুন সম্পর্ক নিয়ে। প্রথমে সিলমোহর না দিলেও, তিয়াসার জন্মদিনে বিশেষ আয়োজন করেন তাঁর নতুন প্রেমিক। এরপর নিজেই জল্পনায় সিলমোহর দেন নায়িকা।