আর্য - আরাত্রিকা (ছবি: ইনস্টাগ্রাম)টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন বহু সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায়। আবারও এক তারকা জুটির দূরত্ব তৈরি হওয়ার খবর এই মুহূর্তে বেশ চর্চায়। স্টুডিও পাড়ায় ফিসফাস এবার প্রেম ভেঙেছে আরও এক টলি জুটির। কথা হচ্ছে আরাত্রিকা মাইতি ও আর্য দাশগুপ্তকে নিয়ে। তাহলে কি নতুন মেগার কাজ চলতে চলতেই দূরত্ব বাড়ল দু'জনের?
চর্চা ছিল অনেকদিন ধরেই। এরপর, ২০২৪ নাগাদ এক প্রকার সিলমোহর পড়ে আরাত্রিকা ও আর্যর সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে ছবিও শেয়ার করেন। এমনকী ২০২৪-র বিজয়ায় একসঙ্গে রং-মিলান্তি করা পোশাক পরে সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁরা। ডিসেম্বরে নায়িকার জন্মদিন। গত বছরের জন্মদিনে ছিল একেবারে ভিন্ন চিত্র। বিশেষ উদযাপনেও সামিল হয়েছিলেন আর্য।
আরও পড়ুন: সাত পাকে বাঁধা পড়বে আর্য ও অপর্ণা, নাকি প্রাক্তনের আগমনে ভেস্তে যাবে সব?
তবে এক বছরের মধ্যেই সবটা পাল্টে গেল। এবারের জন্মদিন আরাত্রিকার কাটল সিরিয়ালের সহকর্মীদের সঙ্গে। 'জোয়ার ভাঁটা'-র গোটা টিম মন্দারমণিতে যায় পিকনিকে। সেখানে যাওয়ার পথে মধ্যরাত থেকেই উদযাপন শুরু হয়। বার্থডে গার্লের মুখে একগাল হাসি থাকলেও, তাঁকে নিয়ে কোনও পোস্ট করেননি আর্য। আর তারপর থেকেই সন্দেহ হয় অনেকের।
আর্যর প্রোফাইলে ঢুঁ মেরে দেখা যায়, দু'জনের প্রায় সব ছবিই আর নেই। এদিকে স্টুডিওপাড়ায় জোর চর্চা, ভেঙেছে দু'জনের সম্পর্ক। যদিও সংবাদমাধ্যমের কাছে সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি আরাত্রিকা। উল্টে তিনি দাবি করেছেন, কখনও সম্পর্ক ছিল না। যদিও নায়িকার কাছের মানুষেরা বলছে অন্য ঘটনা।
প্রসঙ্গত, বর্তমানে বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্রিকা মাইতি। একুশ বছর বয়সী এই অভিনেত্রী প্রথম নজর কাড়েন 'খেলনা বাড়ি' মেগার মাধ্যমে। এরপর 'মিঠিঝোরা'এ 'রাইপূর্ণা' চরিত্রে ফের সকলের মন জয় করেন তিনি। এখন তিনি কাজ করছেন 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে। ঝাড়গ্রামের মেয়ে দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট কিনেছেন।
আরও পড়ুন: হিট 'অনুবন্তী' জুটি! এবার প্রেমের ইস্তাহার লাজু ও অনুভবের?
অন্য দিকে, রাজদীপ ঘোষের 'বনবিবি' ছবিতে পার্নো মিত্রের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে ছিলেন আর্য দাশগুপ্ত। 'গাঁটছড়া' ধারবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। 'আবার প্রলয়' ওয়েব সিরিজে সকলের নজর কাড়েন তিনি। এছাড়াও বেশ কয়েকটি সিরিজে কাজ করেছেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে 'কুসুম' ধারাবাহিকে।