Tonni Laha Roy: জলকেলির মাঝেই বোল্ড লুকে পোজ তন্বীর, 'কর্মফল' নিয়ে কার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট?

Tonni Laha Roy: নেতিবাচক চরিত্রের মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টা পেজে দুটি খোলামেলা ছবি শেয়ার করেছেন তন্বী। ছবির সঙ্গে রয়েছে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। 

Advertisement
জলকেলির মাঝেই বোল্ড লুকে পোজ তন্বীর, 'কর্মফল' নিয়ে কার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ পোস্ট? তন্বী লাহা রায় (ছবি: ইনস্টাগ্রাম)

বাংলা টেলিভিশনের চেনা মুখ তন্বী লাহা রায়। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁর ফ্যানেদের সংখ্যা বিপুল। সোশ্যাল পেজে ঢুঁ মারলেই সেই প্রমাণ মিলবে। 'মিঠাই' শেষ হওয়ার পর দীর্ঘদিন বিরতি নিয়েছিলেন। এরপর 'চিরদিনই তুমি যে আমার'-মেগাতে দেখা যাচ্ছে তাঁকে। আবারও নেতিবাচক চরিত্রের মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী। সম্প্রতি ইনস্টা পেজে দুটি খোলামেলা ছবি শেয়ার করেছেন তন্বী। ছবির সঙ্গে রয়েছে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। 

স্যুইমিং পুলে জলকেলির মাঝেই পোজ দিয়েছেন তন্বী লাহা রায়। সবুজ রঙা স্যুইমওয়্যারে তাঁর বোল্ড লুক দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। ক্যাপশনে লিখেছেন, "কর্ম বলে- যখন তুমি মিথ্যা দিয়ে কারও জীবন নষ্ট করো, তখন এটিকে ঋণ হিসাবে গ্রহণ করো। কারণ সবটা সুদ সহ তোমার কাছে ফিরে আসবে।" এবার প্রশ্ন হল কার উদ্দেশ্যে একথা লিখলেন নায়িকা? সেই প্রশ্নের উত্তর মেলেনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

ধারাবাহিকে ইতিবাচক থেকে নেতিবাচক চরিত্রে  বারবার দর্শকের মন জয় করেছেন তন্বী। শুধু মেগা নয়, বড়পর্দায়ও নজর কেড়েছেন তিনি। প্রেমেন্দু বিকাশ চাকির 'আলাপ' ছবিতে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন তিনি। এদিকে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি ইতিধ্যেই দর্শক বেশ পছন্দ করছেন। এখানে মীরা চরিত্রে যাচ্ছে তাঁকে।  

প্রসঙ্গত, অভিনেতা রাজদীপ গুপ্তর সঙ্গে সম্পর্কে রয়েছেন তন্বী লাহা রায়। কিছুদিন আগেই টলিপাড়ায় খবর রটেছিল এবছরই বিয়ে করছেন জুটি। যদিও টেলি নায়িকা সংবাদমাধ্যমকে জানান, "এই মুহূর্তে সত্যিই কোনও প্ল্যান নেই। সম্পর্কে রয়েছি আমরা এটা সত্যি। তবে বিয়ের ব্যাপারটা দুই বাড়ি থেকে কথা বলে ঠিক করবে। এখনও এসব নিয়ে কোনও কথাই হয়নি। মায়ের বাৎসরিক কাজ না হলে তো এই বিষয়ে কথা হয় না। এমনকী ভাবাও উচিত নয়। তবে যে দিন বিয়ের দিন ঠিক করব, সকলকে জানাব।"  
 

Advertisement

POST A COMMENT
Advertisement