TRP- Kyunki Saans Bhi Kabhi Bahu: শুরুতেই বাজিমাত 'কিউকি সাস ভি কভি বহু থি'-র! 'অনুপমা', 'তারক মেহতা'-কে টেক্কা দিয়ে কত রেটিং পেল?

Smriti Irani Serial Updates: প্রথম সিজনে সাফল্যে শিখরে ওঠে 'কিউকি সাস ভি কভি বহু থি'। টানা প্রায় দীর্ঘ সাত বছর রেটিং চার্টে শীর্ষ স্থানে ছিল এই মেগা। নতুন ভাবে শুরু হতে না হতেই আবারও বাজিমাত।

Advertisement
শুরুতেই বাজিমাত! বাকিদের টেক্কা দিয়ে কত রেটিং পেল 'কিউকি সাস ভি কভি বহু থি' ?   স্মৃতি ইরানি

একটা সময় ছিল যখন হিন্দি সিরিয়াল মানেই একতা কাপুর। একের পর এক সুপারহিট ধারাবাহিক ছোট পর্দার দর্শকদের উপহার দেন তিনি। এই সমস্ত ধারাবাহিক আজও মানুষের মননে রয়েছে। শাশুড়ি-বউমার মেগা বরাবরই হিট টেলিভিশনের ইতিহাসে এমন অনেক সিরিয়াল আছে, যেগুলো দর্শকের এখনও মনে আছে।  এরকমই একটি শাশুড়ি- বউমার ওপর ভিত্তি করে জনপ্রিয় মেগা হল 'কিউকি সাস ভি কভি বহু থি'। 

তুলসী -মিহিরের গল্প

একটা সময় এই ধারাবাহিকের উন্মাদনা এতটাই ছিল যে, তুলসী -মিহিরের গল্প ঘরে ঘরে আলোচনা হত। ধারাবাহিকের চরিত্রগুলি হয়ে উঠেছিল দর্শকের বাড়ির কিংবা পাশের বাড়ির সদস্য। এত দিন নেটমাধ্যমে অনেকেই লিখতেন, ধারাবাহিকটি মিস করেন। ২৯ জুলাই তাদের জন্য ছিল বড় দিন। ফের ছোট পর্দা শুরু হয়েছে 'কিউকি সাস ভি কভি বহু থি'। ২৫ বছর পর, নতুন ছন্দে ফিরেছে বিরানি পরিবারের গল্প। 

টিআরপি-তে সেরা 

প্রথম সিজনে সাফল্যে শিখরে ওঠে 'কিউকি সাস ভি কভি বহু থি'। টানা প্রায় দীর্ঘ সাত বছর রেটিং চার্টে শীর্ষ স্থানে ছিল এই মেগা। নতুন ভাবে শুরু হতে না হতেই আবারও বাজিমাত। শুরুর এক সপ্তাহের মধ্যেই টিআরপি-তে ছক্কা হাঁকাল স্মৃতি ইরানির সিরিয়ালটি। দীর্ঘ সময় শীর্ষে থাকা রূপা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'অনুপমা'-কে জোর টেক্কা দিয়ে, এই সপ্তাহে সেরার সেরা 'কিউকি সাস ভি কভি বহু থি'। এত লম্বা বিরতির পর ফিরেও, আরও একবার দর্শক মনে নিজের জায়গা করে নিতে সম্পূর্ণ সফল হয়েছে ধারাবাহিকটি। 

বাকিদের রেটিং 

একতার এই মেগার প্রথম পর্বটি ২.৫ টিআরপি পেয়েছিল। এক সপ্তাহ পরে রেটিং পেয়েছে ২.৩ নম্বর। BARC-র তথ্য অনুযায়ী, 'কিউকি সাস ভি কভি বহু থি' এবং 'অনুপমা'-র মধ্যে খুব বেশি নম্বরের পার্থক্য নেই। তবে শীর্ষস্থানে থাকাটা একটা বড় ব্যাপার। 'অনুপমা'-র স্কোর ২.৩। গত পাঁচ বছরে এটিই একমাত্র মেগা, যা শুরুর পর থেকেই এত বেশি স্কোর অর্জন করেছে। অন্যদিকে 'তারক মেহতা কা উল্টা চশমা' পেয়েছে ২.১ নম্বর এবং 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-র ঝুলিতে ২ নম্বর।

Advertisement

টিআরপি প্রসঙ্গে স্মৃতি ইরানি 

কিছুদিন আগে, সংবাদমাধ্যমকে টিআরপি নিয়ে কথা বলেন স্মৃতি ইরানি। তিনি বলেছিলেন যে,  "এই সংখ্যায় পুরোপুরি বিশ্বাস করি না। যেহেতু মেগাটি ২৫ বছর পর এসেছে, তাই এটি একটি মান নির্ধারণ করেছে। ২৫ বছর আগে, মেগার টিআরপি ছিল ৩১, যা সর্বোচ্চ ছিল। এমনকী অমিতাভ বচ্চনের শো 'কেবিসি'-কেও আমাদের ধারাবাহিক পিছনে ফেলে দিয়েছে। কিন্তু বর্তমান সময়ে  ধারাবাহিকগুলির টিআরপি অনেক কমে গেছে। যদি এটি একক অঙ্কে আসে, তাহলেই যথেষ্ট।" 


 

POST A COMMENT
Advertisement