TRP -Bangla Serial: বিরাট রদবদল রেটিং চার্টে! টপার কে, 'পরিণীতা'- 'জগদ্ধাত্রী' না 'ফুলকি'?

Bengali Serial BARC 2025 Week 9th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

Advertisement
TRP: বিরাট রদবদল রেটিং চার্টে! টপার কে, 'পরিণীতা'- 'জগদ্ধাত্রী' না 'ফুলকি'?

Bengali Serial BARC TRP List: বাংলা টেলিভিশনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিরাট রদবদল হয়েছে এরের রেটিং চার্টে। প্রকাশ্যে বাংলা টেলিভিশনের আরও এক নতুন সপ্তাহের (Bangla Television) মার্কশিট। ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত বৃহস্পতিবার সামনে আসে রেটিং চার্ট।জানুন এবারের রেটিং চার্টে কোন মেগা কেমন স্কোর করল। 

ফের বেঙ্গল টপার পরিণীতা'(Parineeta)। শীর্ষস্থানে থাকা এই মেগার প্রাপ্তি ৮.০। দ্বিতীয় স্থানে উঠে এসেছে 'জগদ্ধাত্রী'(Jagaddhatri), পেয়েছে ৭.৫ রেটিং পয়েন্ট। একধাপ নেমে তৃতীয় 'ফুলকি'(Phulki), পেয়েছে ৭.৩।  চতুর্থ স্থানে রয়েছে দুটি মেগা সিরিয়াল। 'গীতা এলএলবি' (Geeta LLB) ও 'কোন গোপনে মন ভেসেছে'(Kon Gopone Mon Bheseche), পেয়েছে ৬.৬। পঞ্চমে 'রাঙ্গামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৬.৫।

এবারও ষষ্ঠ স্থান  দখল করেছে 'কথা'(Kotha), পেয়েছে ৬.৪। সপ্তম স্থানে 'উড়ান'(Udaan), পেয়েছে ৫.৯। অষ্টম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। যৌথভাবে 'মিত্তির বাড়ি' (Mittir Bari) ও 'আনন্দী' (Anandi)-র ঝুলিতে ৫.৫। নবম স্থান পেয়েছে 'গৃহপ্রবেশ' (Grihoprobesh)। এই ধারাবাহিক পেয়েছে ৫.২। দশমে 'চিরসখা' (Chirosokha)-র প্রাপ্তি ৫.০।                

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP) 

* প্রথম - পরিণীতা (৮.০)

* দ্বিতীয় - জগদ্ধাত্রী (৭.৫) 

* তৃতীয় - ফুলকি (৭.৩)  

* চতুর্থ - কোন গোপনে মন ভেসেছে (৬.৬)

* চতুর্থ - গীতা এলএলবি (৬.৬)  

* পঞ্চম- রাঙ্গামতি তীরন্দাজ (৬.৫)   

* ষষ্ঠ - কথা (৬.৪)  

* সপ্তম- উড়ান (৫.৯) 

* অষ্টম- মিত্তির বাড়ি (৫.৫) 

* অষ্টম- আনন্দী (৫.৫) 

* নবম - গৃহপ্রবেশ (৫.২) 

* দশম - চিরসখা (৫.০)

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

Advertisement


 

POST A COMMENT
Advertisement