গত ৬ জুন থেকে কালার্স বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'তুমিই যে আমার মা' (Tumii Je Amar Maa)। ইতিমধ্যে দর্শকদের মনের কাছে পৌঁছেছেন অভিনেতা সুমন দে (Suman De)- প্রিয়া মণ্ডল (Priya Mondal)। সেই সঙ্গে সকলের মন জয় করছে শিশু শিল্পী আরাধ্যা বিশ্বাস। ধারাবাহিকে আসছে নতুন ট্যুইস্ট। আগমনে হচ্ছে নতুন এক চরিত্রের। নতুন এই মোড়ে ম্যান্ডি চরিত্রে দেখা যাবে টেলি অভিনেত্রী পিয়ালী শাসমলকে (Piyali Sasmal)।
আরুর নতুন বন্ধু এবং 'নতুন মাম্মা' হয়ে 'তুমিই যে আমার মা' ধারাবাহিকে আসছেন পিয়ালী। বিদিশার (সুচিস্মিতা) বন্ধুর মেয়ে ম্যান্ডি। বিদিশা আরুকে তার নতুন বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। অনিরুদ্ধের সঙ্গে ম্যান্ডির বিয়ে দিতে চায় বিদিশা। ছোট্ট আরুও বন্ধুত্ব করেছে তার সঙ্গে। ম্যান্ডি কি পারবে, আরোহির মতো আরুর ভাল বন্ধু হতে? নাকি অন্য কোনও প্ল্যান আছে তার? আরু তার মাকে খুঁজে পাবে ম্যান্ডির মধ্যে?
আরও পড়ুন: ব্রণ নিয়ে বারবার কটাক্ষ! ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন ইমন
চ্যানেলের তরফ থেকে প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, ম্যান্ডির আগমনে মন খারাপ আরোহির। নিজের অজান্তেই সে আরুর মা হয়ে উঠেছে। মাতৃ স্নেহে, আদরে- যত্নে সব সময় পাশে থাকছে আরুর। বলাই বাহুল্য ম্যান্ডি চরিত্রটি এই ধারাবাহিকে নেতিবাচক। এখন দেখার, আরু, অনিরুদ্ধ বা পরিবারের বাকিরা কীভাবে এবং কবে বুঝতে পারে ম্যান্ডির মতলব।
আরও পড়ুন: 'ফিল্ম ইন্ডাস্ট্রির নামী ব্যক্তিরাও...', পার্থর গ্রেফতারির পর বিস্ফোরক শ্রীলেখা
প্রসঙ্গত, পিয়ালী শাসমল টেলিপাড়ার পরিচিত মুখ। মডেলিং দিয়ে তাঁর কেরিয়ার শুরু হয়। এরপর 'সাঁঝের বাতি', 'তিন শক্তির আধার -ত্রিশূল' ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। 'গাঁটছড়া'-তেও ধূসর চরিত্রেই দেখা যায় তাঁকে।