উদয় -অনামিকা টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন বহু সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যায়। সেরকম আবার কিছু ক্ষেত্রে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়াও লাগে। এক তারকা জুটির দূরত্ব তৈরি হওয়ার খবর গত কয়েকদিন ধরে শিরোনামে। স্টুডিও পাড়ায় ফিসফাস তুমুল অশান্তি বেঁধেছে উদয় প্রতাপ সিং- অনামিকা চক্রবর্তীর সংসারে। এই নিয়ে নানা চর্চার পরে, অবশেষে বড়দিনে সব প্রশ্নের উত্তর দিলেন উদয়।
সোশ্যাল মিডিয়া থেকে উদয়ের সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছিলেন অনামিকা। যদিও উদয়ের প্রোফাইলে জ্বলজ্বল করছে স্ত্রীর সঙ্গে ছবি। জল্পনা শোনা গিয়েছিল, উদয়ের সাফল্য নাকি মেনে নিতে পারছেন না টেলি অভিনেত্রী। এজন্যেই অশান্তি থেকে দাম্পত্য চির ধরে। আবার অনামিকার কাছের সূত্রের দাবি, তাঁর অহংবোধই এই সমস্যার মূলে রয়েছে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন উদয়। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন পর্দার হিয়া।
তবে নানা জল্পনার পরে বড়দিনে একটি ছবি শেয়ার করেন উদয়। এক প্রকার সকলের সব প্রশ্ন- কটূকথা, জল্পনায় ইতি টানলেন উদয়। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানালেন, অনামিকার সঙ্গে একটি আদুরে ছবি শেয়ার করে। আলাদাভাবে কিছু না বললেও, একথা বুঝতে আর কারও বাকি নেই, অনেককে জবাব দিলেন পর্দার রায়ান। জুটিকে ফের একসঙ্গে দেখে দারুণ খুশি অনুগামীরা। কমেন্টবক্সে ভালোবাসা- শুভেচ্ছায় ভরাচ্ছেন তাঁরা।
২০২৩ সালের জুন মাসে কোনও জাকজমক ছাড়াই, খুব ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের নিয়ে বিয়ে সেরেছিলেন এই তারকা জুটি। বিয়ের আগে, নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি উদয়- অনামিকা। প্রায় আড়াই বছর ধরে প্রেম করার পর বিয়ে করেন তাঁরা।
প্রসঙ্গত, 'পরিণীতা' ধারাবাহিকে রায়ান চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করছেন উদয় প্রতাপ সিং। এর আগে 'কী করে বলব তোমায়','মিঠাই','নিম ফুলের মধু' মেগাতে তাঁকে দেখেছেন সকলে। অন্যদিকে অনামিকা মূলত জনপ্রিয়তা অর্জন করেছেন 'এখানে আকাশ নীল' ধারাবাহিকের মাধ্যমে। এছাড়াও 'উড়ন তুবড়ি', 'মহাপীঠ তারাপীঠ', 'লালকুঠি', 'ফাগুনের মোহনা'-র মতো ধারাবাহিকে দেখা গেছে। অনামিকাকে শেষ দেখা গিয়েছে 'ফুলকি' ধারাবাহিকে।