গত বছর থেকেই একের পর এক নতুন সিরিয়াল আসার ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। আর সেটা এই বছরেও জারি রয়েছে। তবে আগামী যে নতুন সিরিয়াল আসতে চলেছে তা কিন্তু একটু বিশেষ। কারণ এই সিরিয়ালে ফের দেখা যাবে অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়কে। নতুন এই ধারাবাহিকে মৈনাকের সঙ্গে দেখা মিলবে তিতিক্ষা দাস ও শ্বেতা মিশ্রের।
নতুন সিরিয়ালে দেখা যাবে মৈনাককে
টলি পাড়ার খুবই পরিচিত মুখ মৈনাক। ইতিমধ্যেই একাধিক বাংলা সিনেমা ও সিরিজে কাজ করে অভিনেতা নিজেকে প্রমাণ করতে সফল হয়েছেন। মৈনাক বন্দ্যোপাধ্য়ায়কে শেষবারের মতো দেখা গিয়েছিল ধূলোকণা সিরিয়ালে। এবার সেই কাজ শেষ করে নতুন সিরিয়ালের কাজে হাত দিলেন তিনি।
মৈনাক-শ্বেতা ফের নতুন সিরিয়ালে
ধূলোকণা সিরিয়ালে মৈনাকের সঙ্গে দেখা গিয়েছিল শ্বেতাকে। তবে সেখানে তাঁরা জুটি বাঁধেননি। অভিনেত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রেম টেম সিনেমায়। এরপরই ধূলোকণা সিরিয়ালে তাঁকে দেখা যায়।
শ্যুটিং শুরু হয়নি সিরিয়ালের
এখনও এই সিরিয়ালের নাম প্রকাশ্যে আসেনি। প্রাথমিকভাবে এই নতুন সিরিয়ালের গল্প যেটা জানা গেল তা হল দুই বোনকে নিয়ে এই ধারাবাহিকের গল্প। যেখানে এক বোন অসুস্থ এবং তাঁর সঙ্গে অন্য বোনের জীবন জড়িয়ে রয়েছে। এই ধারাবাহিকে মৈনাককে প্রফেসরের চরিত্রে দেখা যাবে। তবে এটা ত্রিকোণ প্রেমের গল্প কিনা সে সম্পর্কে এখনও প্রযোজনা বা চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই ধারাবাহিকের শ্যুটিং এখনও শুরু না হলেও শীঘ্রই তা শুরু হবে বলে জানা গিয়েছে। চলতি মাসেই নতুন এই সিরিয়ালের ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Meyebela: দীর্ঘ বিরতির পর টেলিভিশনে রূপা, 'মেয়েবেলা'-র গল্প বলবেন স্বীকৃতির সঙ্গে
অভিনয়ের পাশাপাশি করছেন প্রযোজনাও
এখানে উল্লেখ্য, ধূলোকণা সিরিয়ালের আগে মৈনাককে বেশ কিছু বছর টেলিভিশনের পর্দায় দেখা যায়নি। তিনি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু ফের ধারাবাহিকে ফিরে আসতে পেরে খুশি অভিনেতা। গত বছরই সাত পাকে বাঁধা পড়েছেন বান্ধবী ঐশ্বর্যর সঙ্গে। স্ত্রীকে নিয়ে লাদাখও ঘুরে এলেন সম্প্রতি। ইতিমধ্যেই মৈনাক প্রযোজনার কাজেও হাত পাকা করছেন। অভিনেতা ও তাঁর দুই বন্ধু মিলে একটি প্রযোজনা সংস্থাও তৈরি করেন। তৈরি করেছেন একটি ওয়েব সিরিজে, যার নাম ‘এক ছাদের নীচে’। যেটি ইউটিউবে দেখা যাচ্ছে।
রোজই আসছে নতুন সিরিয়াল
জনপ্রিয় দুই চ্যানেলে এরই মধ্যে বেশ কিছু নতুন সিরিয়াল এসে গিয়েছে। রাঙা বউ, সোহাগ জল, নিম ফুলের মধু ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বন্ধ হয়েছে বেশ কিছু পুরনো সিরিয়ালও। এখন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে সিরিয়াল শুরু হলেও তা ২০০-৩০০ পর্বের পরই বন্ধ করে দেওয়া হচ্ছে। আর তাই হুজুক বেড়েছে নতুন সিরিয়াল আসার।