কোনও ছবিতে দেখা যাচ্ছে অন্নপ্রাশনের সাজে, আবার কোনওটাতে মঞ্চে আবৃত্তি পরিবেশন করছে এক ছোট্ট মেয়ে। টেলিপাড়ার খুব চেনা মুখ। সোশ্যাল পেজে একগুচ্ছ ছবি শেয়ার করে ছোটবেলার স্মৃতিচারণ করেছেন নায়িকা। বর্তমান সময়ে একই সঙ্গে বাংলার দুই জনপ্রিয় চ্যানেলে কাজ করছেন। বলুন তো তিনি কে?
আসলে এই অভিনেত্রী হলেন কৌশাম্বি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার বিভিন্ন বয়সের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'ছোটবেলা।' আদুরে ছবিগুলি দেখে ভালোবাসায় ভরাচ্ছেন অন্যান্য তারকা থেকে শুরু করে নেটিজেনরা। সেই সঙ্গে কমেন্ট বক্স ভরেছে ফ্যান ক্লাবগুলির মন্তব্যে।
'মিঠাই'-তে দিদিয়া চরিত্রে মন জয় করার পর 'ফুলকি'-তে পারমিতা রূপে সকলের মনের আরও কাছে পৌঁছেছিলেন কৌশাম্বী চক্রবর্তী। 'ফুলকি'-তে এখন কম দেখা যায় পারমিতাকে। কারণ নতুন জার্নি শুরু করেছেন অভিনেত্রী। নতুন চরিত্রে জি বাংলার ঘরের মেয়েকে দেখা যাচ্ছে স্টার জলসাতে। 'গৃহপ্রবেশে' মেগাতে তিনি কাজ করছেন ডাঃ মোহনা সেনের ভূমিকায়। কৌশাম্বিকে এই নতুন চরিত্রে বেশ পছন্দ করছে দর্শক। সেই প্রমাণ মেলে নেটমাধ্যমে চোখ রাখলেই।
প্রসঙ্গত, গত বছর ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর। হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর। সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। বিয়ে- রিসেপশন দু'দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন 'মিঠাই' ও 'ফুলকি' ধারাবাহিকের সদস্যরা। ফিল্মি পার্টি থেকে শুরু করে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হন আদৃত-কৌশাম্বী।