scorecardresearch
 

Aindrila Sharma Passes Away: দীর্ঘ লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

Aindrila Sharma Passes Away: দীর্ঘ লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

লড়াই শেষ। হার মানলেন ঐন্দ্রিলা শর্মা। দীর্ঘ লড়াইয়ের অবসান! জীবনযুদ্ধে হার মানল লড়াকু মেয়েটা। ২০ দিনের লড়াই শেষে রবিবার প্রয়াত হলেন ঐন্দ্রিলা। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরিবার -কাছের বন্ধুরা ছাড়াও অভিনেত্রীর সুস্থতা কামনায় করে গেছেন তারকা থেকে শুরু করে নেটিজেনরা। কিন্তু শেষ রক্ষা হল না। আজ হাসপাতালেই ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Aindrila Sharma Passes Away