scorecardresearch
 
Advertisement

Bangla Serial: এবার উদয়ের সঙ্গে জুটি বাঁধছেন নবাগতা ঈশানি! কেমন চলছে 'পরিণীতা'-র শ্যুটিং?

Bangla Serial: এবার উদয়ের সঙ্গে জুটি বাঁধছেন নবাগতা ঈশানি! কেমন চলছে 'পরিণীতা'-র শ্যুটিং?

Parineeta Bangla Serial: ২০২৪-র থেকেই আসছে একের পর এক নতুন বাংলা ধারাবাহিক। সে তালিকায় যোগ হচ্ছে জি বাংলার নতুন মেগা 'পরিণীতা'-র নাম। এবার মুখ্য চরিত্রে দেখা যাবে উদয় প্রতাপ সিং-কে। এবার অভিনেতা জুটি বাঁধবেন নবাগতা ঈশানি চট্টোপাধ্যায়ের সঙ্গে। এছাড়াও রয়েছেন টেলিপাড়ার একঝাঁক চেনা মুখ। ধারাবাহিকের নাম 'পরিণীতা' হলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পরিণীতা'-র সঙ্গে এই মেগার কোনও মিল নেই। দুই ভিন্ন মেরুর মানুষ পারুল ও রায়ানের জীবন কীভাবে একই রাস্তায় মিলবে? এই প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই। ১১ নভেম্বর থেকে রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই নতুন মেগা।

Advertisement