Advertisement

MahaLaya Sanjukta Banerjee: টিভিতে এখনকার মহালয়ার অনুষ্ঠানগুলি কেমন লাগে? জানালেন ‘মহিষাসুরমর্দিনী’সংযুক্তা

বাঙালির স্মৃতিতে দেবী দুর্গা মানেই সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৪ সালে কলকাতা দূরদর্শনের একটি কালজয়ী সৃষ্টিতে দেবী দুর্গা রূপে প্রথম তাঁকে মুগ্ধ চোখে দেখেছিল বাঙালি। দেবী দুর্গা রূপে আজও ট্রেন্ডিং সংযুক্তা ও তাঁর ‘মহিষাসুরমর্দিনী’। এখন তিনি প্রবাসি। দীর্ঘদিন ধরেই তিনি তাঁর পরিবারের সঙ্গে কানাডায় রয়েছেন। তবে প্রতি মহালয়ায় বিভিন্ন টিভি চ্যানেলের দূর্গা বন্দনা মন দিয়ে দেখেন তিনি। টিভি পর্দার কেমন হচ্ছে এখনকার দেবীপক্ষের বিশেষ অনুষ্ঠান? নিজের মতামত bangla.aajtak.in-কে জানালেন সংযুক্তা...

Advertisement
POST A COMMENT