Advertisement

Arijita Mukherjee Exclusive: 'ব্যক্তিগত আক্রমণে মা খুব কষ্ট পান...,' ট্রোলিং কীভাবে সামলান 'বাবুর মা'-অরিজিতা?

শুরুর পর থেকে দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে 'নিম ফুলের মধু'। বর্তমানে সেরা ৫ বাংলা ধারাবাহিকের মধ্যে এটি একটি। সে প্রমাণ মেলে প্রতি সপ্তাহের টিআরপি- তালিকা দেখে। গত সপ্তাহে ফের বেঙ্গল টপার হয়েছে এই মেগা। ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মধ্যে বেশ জনপ্রিয় 'বাবুর মা' অর্থাৎ কৃষ্ণা দত্ত। নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের থেকে কম গালমন্দ শুনতে হয় না অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে। এমনকী সিরিয়ালের 'দজ্জাল শাশুড়ি'-র তালিকায় তাঁকে প্রথম সারিতেই রাখা হয়। সোশ্যাল মিডিয়ায় ভরে র‍য়েছে 'বাবুর মায়ের' নামে মিম। বহুক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণও সহ্য করতে হয় তাঁকে। ট্রোলিং, নেতিবাচক মন্তব্য কীভাবে সামলান অভিনেত্রী? এরপর ধারাবাহিকে কোন ট্যুইস্ট আসছে? নানা প্রশ্নের উত্তর নিয়ে bangla.aajtak.in-র সঙ্গে মনখোলা আড্ডায় অরিজিতা।

TAGS:
    Advertisement
    POST A COMMENT