Advertisement

Neem Phuler Modhu Shooting: ডিভোর্স আটকে ফের মালাবদল পর্ণা- সৃজনের! বিবাহবার্ষিকীতে হাজির ফুলকিরাও

গত বছর নভেম্বর মাসে জি বাংলায় শুরু হয়েছিল 'নিম ফুলের মধু'। সম্প্রচারের প্রথম সপ্তাহ থেকেই, এই ফ্যামিলি ড্রামাকে দর্শক আপন করে নিয়েছে। সেই প্রমাণ মিলেছে শেষ প্রকাশ্যে আসা টিআরপি তালিকা থেকে। বেঙ্গল টপার হয়েছে পর্ণা- সৃজনরা। ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাবে, পর্ণা- সৃজনের ডিভোর্স আটকাটে দারুণ পরিকল্পনা করেছে ঠাম্মি। পরিস্থিতি সামলাতে ঠাম্মি সাহায্য নিয়েছে ফুলকির। সব বাধা বিপত্তি পেরিয়ে ফের মালাবদল হবে জুটির। তিক্ততা থেকে কতটা মধুর হবে পর্ণা- সৃজনের সম্পর্ক, সেটাই এখন দেখার। রইল 'নিম ফুলের মধু'-র শ্যুটিং ভিডিও।

Advertisement
POST A COMMENT