Advertisement

Solanki Roy Exclusive: 'ছোট পর্দা অনেকটা চাকরির মতো, একঘেয়েমি আসে...,' আর কী বললেন শোলাঙ্কি?

অভিনেত্রী শোলাঙ্কি রায় টেলিভিশনের জনপ্রিয় মুখ। ২০১৪ সালে 'কথা দিলাম' ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন অভিনেত্রী। এরপর 'ইচ্ছে নদী', 'সাত ভাই চম্পা', 'ফাগুন বউ', 'প্রথমা কাদম্বিনী, 'গাঁটছড়া'-র মতো মেগার মাধ্যমে বারবার সকলের মন জয় করেছেন শোলাঙ্কি। টেলিভিশনে শেষ 'খড়কুটো ধারাবাহিকে খড়ি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দা দিয়ে অভিনয়ের জার্নি শুরু হলেও, বর্তমানে অভিনেত্রী মন দিয়েছেন বড় পর্দা ওটিটি- বড় পর্দার কাজে। হইচই-তে স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর নতুন সিরিজ 'বোকা বাক্সতে বন্দি'। টেলিভিশনে কবে ফিরবেন? bangla.aajtak.in-র সঙ্গে আড্ডার মাঝে নিজেই জানালেন নায়িকা।

Advertisement
POST A COMMENT