পোষ্যর আঘাতে এই পরিস্থিতি। পোষ্যর নাম 'সিরি ' আদর করতে করতেই মাথা দিয়ে বাড়ি মারে তার পোষ্য।তার পর থেকেই রক্ত জমাট বেঁধে যায়, নাক ফুলে গিয়ে রক্ত জমে গেছে। ডাক্তারি ভাষায় যেটাকে বলে হেমাটোমা। একটা অপারেশন করতে হবে নাকে তাহলেই সুস্থ হয়ে উঠতে পারবেন অভিনেত্রী। আমরা সকলেই জানি অভিনেত্রী কাঞ্চনা পশু প্রেমী। নানান পোষ্য দের নিয়ে অনুষ্ঠানে তাকে দেখা যায়। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়া তে পোস্ট করেন যা তৈরি করেছিল হেডলাইন। অভিনয় ও পরিবারকে সময় দেওয়ার জন্য রাজনীতির আঙিনা থেকে সরে দাড়াচ্ছেন কাঞ্চনা। ফেসবুকে পোস্ট করে নিজেই সে কথা জানালেন অভিনেত্রী।
Tollywood Actress Kanchana Moitra get hospitalised