Advertisement
মনোরঞ্জন

রিয়েল লাইফে বিয়ে সামনেই! 'কৃষ্ণকলি'-র সেটেই আইবুড়ো ভাত নীলের

  • 1/8

টলি পাড়ায় চলছে বিয়ের মরসুম। জনপ্রিয় টেলি জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহার বিয়ে। 

  • 2/8

আগামী ৪ ফেব্রুয়ারী চার হাত এক হতে চলেছে নীল-তৃণার। নতুন বছরের শুরুতে আগামী ৯ জানুয়ারী হবে সঙ্গীত।

  • 3/8

এবার 'কৃষ্ণকলি'-র সেটেই আয়োজন করা হল নিখিল ওরফে নীলের আইবুড়ো ভাতের। 

Advertisement
  • 4/8

সাবেকী ভাবে শঙ্খ বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে এবং কাঁসা থালা, বাটি, গ্লাসেই সাজিয়ে দেওয়া হয়েছিল পঞ্চ ব্যঞ্জন। ভাত, ভিন্ন রকমের ভাজা, ডাল, পনির, মাছ, চাঁটনি, পায়েস, মিষ্টি সবই ছিল আইবুড়ো ভাতের আয়োজনে। 

  • 5/8

শটের ফাঁকেই হাজির শ্যামা, কৃষ্ণা, মাম, অনুরাধা সহ টিম 'কৃষ্ণকলি'। 

  • 6/8

উপস্থিত ধারাবাহিকের কলা কুশলীরাও। আয়োজনে একেবারেই কোনও ত্রুটি নেই। 

  • 7/8

 ছবিগুলি সোস্যাল পেজে শেয়ার করে নীল লিখেছেন, " প্রথম আইবুড়ো ভাত আমার টিম কৃষ্ণকলির তরফ থেকে। অনেক ভালবাসি তোমাদের।"

 

Advertisement
  • 8/8

কিছুদিন আগেই তৃণাও শুরু করেছেন আইবুড়ো ভাত খাওয়া। শেয়ার করেছিলেন সেই ছবিও। নীল-তৃণা দুজনেই খুব জনপ্রিয় ফ্যানেদের মধ্যে। আর তাই প্রায়শই জীবনের বিভিন্ন তুলে ধরেন সকলের সামনে। এখন সকলেই অপেক্ষা করছেন তাঁদের বিয়ের। 


(ছবি সৌজন্য: ইনস্টাগ্ৰাম)

Advertisement