scorecardresearch
 
Advertisement
টলিউড

শেষ হল 'আবার বছর কুড়ি পরে' -এর শ্যুটিং, দেখুন PHOTOS

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 1/10

শ্যুটিং শেষ হল শ্রীমন্ত সেনগুপ্তের নতুন ছবি 'আবার বছর কুড়ি পরে' -এর।  মুখ্য চরিত্রে অভিনয়ে করছেন আবির চ্যাটার্জী, অর্পিতা চ্যাটার্জী, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ। এছাড়াও রয়েছেন আরও অনেকে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tnusree C (@tonushree_10)

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 2/10

ছোটবেলায় আমরা  বন্ধুদের সঙ্গে শেষ কবে একসাথে খেলতে বাইরে গিয়েছিলাম, সেটা হয়তো কারও মনে নেই। সেই আবেগের সাগরে ডুব দিতেই আসছে এই নস্টালজিক ছবি।
 

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 3/10

অরুণ এমন একজন ব্যক্তি যিনি সফল হতে একেবারে শূন্য থেকে কাজ শুরু করেছেন। তবে কর্পোরেট দুনিয়ার চাপে হারিয়ে গিয়েছেন। অন্যদিকে বনি, একজন ডাক্তার। তাঁর রোজকার ব্যস্ততায়,জীবনের কিছু পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সে।  
 

Advertisement
আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 4/10

ছবিটিতে স্কুল বন্ধুদের একটি গ্রুপের রিইউনিয়ন হবে যারা তাঁদের নিজ নিজ জীবনের অশান্তিতে প্রাণ খুলে হাসতেও ভুলে গিয়েছিলেন। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে তাঁরা ব্যস্ত হয়ে পড়েছিলেন। ফের তাঁরা সিদ্ধান্ত নেন, নিজেদের প্রাপ্তবয়স্ক জীবনের একঘেয়েমি থেকে ২০ বছর পরে তাঁদের সোনালী দিনগুলিতে পুনরায় ফেরত পেতে। 
 

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 5/10

নীলা তাঁর স্বামী, সন্তানদের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত সে। ছবির আরও একটি চরিত্র দত্তা, শুধুমাত্র কলকাতায় থাকেন। দীর্ঘদিন ধরে সে একটি রিইউনিয়নের প্ল্যান করছেন। বিভিন্ন শহরে থাকা এই বন্ধুরা কীভাবে সমস্ত প্রতিকূলতাকে জয় করে আবার এক জায়গায় হয়, তা এই ছবিতে বিশেষভাবে দেখা যাবে।

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 6/10

শ্রীমন্ত সেনগুপ্ত  পরিচালনায়, পিএসএস এন্টারটেইনমেন্টস এবং প্রোমোড ফিল্মের প্রযোজনায় এই ছবি 'আবার বছর কুড়ি পড়ে' নব্বইয়ের দশকের শেষের দিকের কলকাতার প্রেক্ষাপট, স্কুলের বন্ধুবান্ধব, নস্টালজিয়া এবং কয়েকটি অন্যান্য নানা ট্যুইস্ট নিয়ে তৈরি হবে। 
 

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 7/10

সম্প্রতি কালিম্পংয়ে হয়েছে  'আবার বছর কুড়ি পরে' -এর শুটিং। সেখানে কাজের মাঝে হালকা মেজাজে পোজও দিয়েছেন সকলে।

Advertisement
আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 8/10

মুখ্য অভিনেতারা ছাড়াও রয়েছেন আরও অনেক পরিচিত মুখ। যেমন এছাড়াও রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, রবি শাহ, স্বপ্না বসু, আর্য দাশগুপ্ত, পুশন দাশগুপ্ত, দিব্যশা দাস, তনিকা বসু, রাজর্ষি নাগ, অরিত্র দত্ত বণিক ও অন্যান্যরা।

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 9/10

একে এতজন গুণী অভিনেতা, তার মধ্যে সকলের লুকেও করা হয়েছে বেশ এক্সপেরিমেন্ট। সব মিলিয়ে মনে করা হচ্ছে একটা ভালো ছবি অপেক্ষা করছে সকলের জন্যে।
 

আবার বছর কুড়ি পরে' -এর নেপথ্য দৃশ্য
  • 10/10

পিএসএস-এর প্রথম ছবি 'সোয়েটার' দর্শকদের মন যথেষ্ট ছুঁয়েছে। তাই এই ছবি নিয়েও আশাবাদী সকলে। এখনও ছবি মুক্তির সঠিক তারিখ জানা যায়নি। তবে সব ঠিক থাকলে  এই বছরই মুক্তি পাবে 'আবার বছর কুড়ি পরে'। 
 

Advertisement