scorecardresearch
 
Advertisement
বলিউড

PHOTOS: আসল নাম হেমন্ত! জন্মদিনে জানুন টাইগার শ্রফের কিছু না জানা গল্প

আসল নাম
  • 1/8

আসল নাম
টাইগার তাঁর ডাক নাম। নামটি বাবা জ্যাকি শ্রফের দেওয়া। এর পিছনের কারণটি কিন্তু খুব হাস্যকর। অনেকেই ভাবছেন ছোট থেকেই এমন স্টান্স করতেন তাই অমন নাম দিয়েছিলেন জগ্গু দাদা। আদপে তা নয়। ছোটবেলায় তিনি দেদার কামড়াতেন, এবং বেশ জোরেই কামড়াতেন। তাই ছেলের ডাক নাম টাইগার রাখেন জ্যাকি। তাঁর আসল নাম হেমন্ত শ্রফ।

মারামারিতে চ্যাম্পিয়ন
  • 2/8

মারামারিতে চ্যাম্পিয়ন
প্রথম সিনেমাতেই তিনি স্পষ্ট করেছিলেন যে মার্শাল আর্টে তিনি যাকে বলে চ্যাম্পিয়ন। সত্যিই তাই। টাইগার মার্শাল আর্টে ফিফ্থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট পেয়েছেন। এ ছাড়াও জিমন্যাস্টিক্স এবং নাচ নিয়েও তিনি বেশ উৎসাহী। তার সাক্ষ্য অবশ্য বাগী সিরিজ এবং ওয়ারের মতো মুভি বহন করছে।

সুপুরুষ হলেও আক্ষেপ আছে
  • 3/8

সুপুরুষ হলেও আক্ষেপ আছে
অসাধারণ পেশীবহুল সুঠাম চেহারা। তার সঙ্গে মানানসই গায়ের রঙ। রীতিমতো সুপুরুষ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এত কিছুর পরেও আক্ষেপ রয়েছে টাইগারের। তিনি বাবার মতো লম্বা নন। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। আরও ৩ ইঞ্চির প্রার্থনা মঞ্জুর হয়নি তাঁর।

Advertisement
ব্রুস লি এবং মাইকেল জ্যাকসন
  • 4/8

ব্রুস লি এবং মাইকেল জ্যাকসন
ছোট থেকে এই দুই আকনের ফ্যান টাইগার। সেই মতো নিজেকে তৈরিও করেছেন। তাঁর মুন ওয়াক দেখলে মাইকেল খুশিই হতেন। আর ফাইট কেমন করেন, তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। সবচেয়ে বড় কথা, সিনেমায় সমস্ত স্টান্ট তিনি নিজে করেন।

আমির খানের ভক্ত
  • 5/8

আমির খানের ভক্ত
বলিউডের অভিনেতাদের মধ্যে তিনি আমির খানের ফ্যান। একটি সাক্ষাৎকারে টাইগার বলেন, 'আমির শুধুমাত্র সেরা অভিনেতাই নন, একজন সত্যিকারের মহত ব্যক্তি। এত খ্যাতি সত্ত্বেও তাঁর মতো এত নম্র মানুষ আমি কম দেখেছি। তাঁর খ্যাতির অর্ধেকও যদি অর্জন করতে পারি তা হলে নিজেকে ভাগ্যবান মনে করব। তবে আমি প্রার্থনা করি তাঁর মহত্বের ১০০ শতাংশ যেন অর্জন করতে পারি।' এ হেন ভক্ত আমিরকে ধুম থ্রি ছবির জন্য জিমিং সেশনেও সাহায্য করেন টাইগার।

আমিরি লঞ্চ হয়নি
  • 6/8

আমিরি লঞ্চ হয়নি
টাইগারের নম্রতা দেখে আমির খান নিজের প্রোডাকশনে টাইগারকে লঞ্চ করার কথা ভেবেছিলেন আমির খান। কিন্তু কোনও কারণে তা হয়ে ওঠেনি। তাই হিরোপন্তির ট্রেলার নিজে হাতে লঞ্চ করতে পৌঁছে গিয়েছিলেন।

আন্তর্জাতিক, কিন্তু জাতীয় ছোঁয়ায়
  • 7/8

আন্তর্জাতিক, কিন্তু জাতীয় ছোঁয়ায়
তাঁর অ্যাকশন সিকোয়েন্স আন্তর্জাতিক মানের তা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু জানলে অবাক হবেন, এ জন্য টাইগার কোনও বিদেশি ট্রেনারের সাহায্য নেননি। হরিয়ানার জাতীয় স্তরের জিন্যাস্ট জাইলি মাওয়াই-এর কাছে তিন বছর প্রশিক্ষণ নেন টাইগার। এ ছাড়া ছোট থেকেই মার্শাল আর্টের ট্রেনিংও নিয়েছেন তিনি।

Advertisement
ফুটবলার হতে চেয়েছিলেন
  • 8/8

ফুটবলার হতে চেয়েছিলেন
বাবার মতো কোনও দিনই অভিনেতা হতে চাননি টাইগার। তাঁর প্রেম ছিল ফুটবল। স্কুল জীবন থেকে ফুটবল খেলতেন। চেয়েছিলেন দেশের নামী ফুটবলার হতে। এখনও সময় পেলে বল নিয়ে মাঠে নেমে পড়েন।

Advertisement