ছোট পর্দা দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। 'আস্থা', 'খেলা', 'নানা রঙের দিনগুলি'- র মতো একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন তিনি। (ছবি সৌজন্য: ফেসবুক)
এরপর ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি।
(ছবি সৌজন্য: ফেসবুক)
২০১০ সালে অভিনেতা রাহুল ব্যানার্জি-র সঙ্গে বিয়ে হলেও তার সাত বছর পর ২০১৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। (ছবি সৌজন্য: ফেসবুক)
অভিনয়ের পাশাপাশি ছেলে সবুজকে সময় দেওয়ার চেষ্টা করেন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই শেয়ার করেন সেই ছবি ও ভিডিও। কিছুদিন আগেই ঘুরে এলেন পুরী থেকে। (ছবি সৌজন্য: ফেসবুক)
প্রিয়াঙ্কা ও রাহুলের সম্পর্ক এখনও আলোচনায় রয়েছে ইন্দাস্ট্রিতে। ছেলের সঙ্গে খেলা ছাড়া তার কোনও দায়িত্বই নেন নি রাহুল! মাঝে এই অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। (ছবি সৌজন্য: ফেসবুক)
এদিকে ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায় রাহুলের সঙ্গে টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেনের সম্পর্কের কথা। (ছবি সৌজন্য: ফেসবুক)
একের পর এক ছবিতে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার মেলে ধরেছেন নিজের অভিনয় এর বিভিন্ন দিক। (ছবি সৌজন্য: ফেসবুক)
শুধু ছোট পর্দা বা বড় পর্দা নয়। OTT প্ল্যাটফর্মেও 'হ্যালো', 'হ্যালো সিজন ২', 'রহস্য রোমাঞ্চ সিরিজ'- এ সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। (ছবি সৌজন্য: ফেসবুক)
সম্প্রতি সোশ্যাল পাতায় প্রায়শই ধরা পড়ে প্রিয়াঙ্কার বোল্ড ও কনফিডেন্ট লুক। শেয়ার করার মুহূর্তেই টা হয় ভাইরাল। (ছবি সৌজন্য: ফেসবুক)
ছোটবেলায় নতুন জামার সঙ্গে ক্যাপ বন্দুক কেনার জন্যে বায়না করতেন প্রিয়াঙ্কা। পুজোর আগে আনন্দমেলা কিংবা শুকতারা -র গল্প পড়ার প্রতিযোগিতা চলতো বন্ধুদের সঙ্গে। (ছবি সৌজন্য: ফেসবুক)
মা ও দিদিমার হাতের নারকেল নাড়ু ও নিমকি বরবরই প্রিয় খাবার প্রিয়াঙ্কা সরকারের। (ছবি সৌজন্য: ফেসবুক)