scorecardresearch
 
Advertisement
টলিউড

বর্ষশেষে ধরা দিলেন 'ঠাকুরাইন' রূপে! স্বস্তিকা প্রেমে বুঁদ নেটিজেনরা

স্বস্তিকা মুখার্জি
  • 1/7

বর্ষশেষে 'ঠাকুরাইন' রূপে ধরা দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন বছর আসার আগেই, এ যেন একেবারে নয়া চমক অভিনেত্রী তরফ থেকে। (ছবি সৌজন্যে: ফেসবুক)

স্বস্তিকা মুখার্জি
  • 2/7

 কাল কাঁথা স্টিচ শাড়ির সঙ্গে সাদা- কালো কম্বিনেশনের ফ্লিল দেওয়া বেলুন ব্লাউজ পরেছেন স্বস্তিকা। তার সঙ্গে অভিনেত্রীর হাতে রয়েছে মোটা শাঁখা-পলা, কপালে বড় সিঁদুরের টিপ, চুলে এলো খোঁপা, পায়ে হালকা আলতা। (ছবি সৌজন্যে: ফেসবুক)

স্বস্তিকা মুখার্জি
  • 3/7

ছবিগুলি শেয়ার করে একটি ক্যাপশন লিখেছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, "তোমায় শুনতে না পারলেও, দেখতে পাওয়ার ভাগ্য হোক শুধু।" (ছবি সৌজন্যে: ফেসবুক)

 

तुम्हें सुनना ना सही, देखना नसीब होता रहे। बस। - Thakurain Shari & Belauj : Parama 📸: Shristi Jain

Posted by Swastika Mukherjee on Wednesday, 30 December 2020
Advertisement
স্বস্তিকা মুখার্জি
  • 4/7

পুরাতনী সাজে স্বস্তিকার এই মোহনময়ী রূপে মুগ্ধ নেটিজেনরা। (ছবি সৌজন্যে: ফেসবুক)

স্বস্তিকা মুখার্জি
  • 5/7

 গত ২৪ ডিসেম্বর হইচই-এ মুক্তি পেয়েছে 'চরিত্রহীন ৩"। ইতিমধ্যে যথেষ্ট সাড়া পেয়েছে সিরিজটি। যৌনতা ও রহস্য ভরপুর এই সিরিজ। সৌরভ দাসের সঙ্গে স্বস্তিকার অন-স্ক্রিন রোম্যান্স এখন চর্চায়। এদিকে গত ১৮ ডিসেম্বর Zee 5-এ মুক্তি পেয়েছে বিরশা দাশগুপ্ত পরিচালিত 'ব্ল্যাক উইডোজ'। সিরিজে এছাড়াও রয়েছেন শমিতা শেঠি, মোনা সিং ও আরও একঝাঁক বাঙালি মুখ। (ছবি সৌজন্য: ফেসবুক)

স্বস্তিকা মুখার্জি
  • 6/7

ব্যস্ততার মধ্যে নিজের জন্যে কিছুটা সময় বের করে থাইল্যান্ড ভ্যাকেশনে গিয়েছিলেন তিনি সম্প্রতি।সমুদ্র- সৈকতে, অফ্ শোল্ডার নীল সাদা বিচ ড্রেসে ছবিও শেয়ার করেছিলেন স্বস্তিকা। যা দেখে মনে‌ হয়, এখনও তিনি টেক্কা দিতে পারে যে কোনও অষ্টাদশীকে। (ছবি সৌজন্য: ফেসবুক)

স্বস্তিকা মুখার্জি
  • 7/7

 ভারতীয় হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই হিট স্বস্তিকা মুখার্জি। যে কোনও ছবি শেয়ার করার পর মুহূর্তেই সেখানে কমেন্টের বন্যা বইয়ে দেন তাঁর অসংখ্য ফ্যানেরা। (ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement