
সোমবার জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ৪৩ বছর!কিন্তু উৎসাহ ও স্টাইল স্টেটমেন্টে এখনও তিনি যেন যুবতী।

দুপুরে বড়িতেই পঞ্চব্যঞ্জনে সেরেছেন লাঞ্চ। ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, "এই জন্মদিনে একটাই প্রার্থনা ইশ্বর এর কাছে এই আশীর্বাদ করার মানুষ গুলো যেনো সবসময়ই কাছে থাকে..."

বিকেলে পরিবার-পরিজনদের দিয়ে অপরাজিতা মাতলেন বার্থ ডে পার্টিতে।

প্রতি মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী। বৌয়ের বিশেষ দিনে, তাঁকে 'স্পেশাল' অনুভূতি দিতে তিনি করেছেন সব রকম চেষ্টা।

বার্থ ডে গার্ল পরেছিলেন নেভি ব্লু রঙা লং গাউন। সঙ্গে মানানসই গয়নায় ধরা পড়ল অভিনেত্রীর গ্ল্যামারাস লুক।
 

তাঁর সঙ্গেই ম্যাচিং করেই নীল রঙের শার্ট পরেছিলেন তাঁর স্বামী।

ভেন্যু সেজে উঠেছিল ফুলে। দোতলা কেক কাটলেন অভিনেত্রী।

সঙ্গে শ্যাম্পেন উড়িয়ে চলল জন্মদিন উদযাপন।

নিজের সোশ্যাল পেজে জন্মদিনের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন অপরাজিতা আঢ্যে।
(ছবি সৌজন্য: ইন্সটাগ্রাম)